অ্যাপশহর

সমালোচনার মুখে ক্ষমাপ্রার্থনা দলাই লামার

তাঁর উত্তরসূরি যদি মহিলা হন, তবে তাঁকে আরও বেশি আকর্ষণীয় হতে হবে। সাক্ষাৎকারে হাসতে হাসতে এমনই মন্তব্য করেছিলেন দলাই লামা। এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিব্বতি ধর্মগুরু।

EiSamay.Com 3 Jul 2019, 11:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর উত্তরসূরি যদি মহিলা হন, তবে তাঁকে আরও বেশি আকর্ষণীয় হতে হবে। সাক্ষাৎকারে হাসতে হাসতে এমনই মন্তব্য করেছিলেন দলাই লামা। কিন্তু সেই মন্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা। এই পরিস্থিতিতে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা।
EiSamay.Com dalai lama


এ দিন এক বিবৃতি জারি করে দলাই লামার বার্তা, 'লোকে এই মন্তব্যে আঘাত পেয়েছেন, তাই আমি যারপরনাই দুঃখিত। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।'

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিলা উত্তরসূরির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করায় দলাই লামা এই মন্তব্য করেছিলেন। কিন্তু এ দিন তাঁর বক্তব্য, অনুবাদের জেরে এবং ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষিতে মজার ছলে বলা কথাও ভিন্ন অর্থ পায়। তেমন কিছু হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল