অ্যাপশহর

তাণ্ডবের সমাপ্তি, ঘূর্ণিঝড় অক্ষির হাত থেকে রেহাই পাচ্ছে গুজরাট!

অনেক হয়েছে, আর না। গত কয়েকদিন ধরে ধ্বংসলীলা চালানোর পর এ বার দুর্বল হয়ে পড়ল ঘূর্ণিঝড় অক্ষি।

EiSamay.Com 6 Dec 2017, 9:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অনেক হয়েছে, আর না। গত কয়েকদিন ধরে ধ্বংসলীলা চালানোর পর এ বার দুর্বল হয়ে পড়ল ঘূর্ণিঝড় অক্ষি। ক্রমে এটি নিম্নচাপের রূপ নিচ্ছে। তাই সতর্কবার্তা থাকলেও, অক্ষির তাণ্ডব থেকে হয়তো রেহাই পাচ্ছে গুজরাট। দেশের আবহাওয়া দপ্তরের তরফে এমনই আশার কথা শোনানো হয়েছে। তবে বৃষ্টি চলবে।
EiSamay.Com cyclone ockhi weakens may not hit gujarat coast imd
তাণ্ডবের সমাপ্তি, ঘূর্ণিঝড় অক্ষির হাত থেকে রেহাই পাচ্ছে গুজরাট!


IMD-র বুলেটিনে জানানো হয়েছে, ইতোমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অক্ষি। বুধবার গভীর রাতে গুজরাট উপকূলে যখন এটি পৌঁছবে তখন তা আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপটি বর্তমানে সুরাটের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের জেরে আগামী তিনদিন গুজরাটের বিভিন্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুন...অক্ষির তাণ্ডবে মৃত ৩৯, নিখোঁজ ১৬৭

আরও পড়ুন...দুয়ারে 'অক্ষি'! মুম্বই-সুরাটে ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মুম্বইয়ে তাণ্ডব চালানোর পর সুরাটের কাছে আছড়ে পড়ার কথা ছিল অক্ষির। এই পূর্বাভাসের জেরে গুজরাটে নির্বাচনের প্রচার বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন রাজনৈতিক দল। অক্ষি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে - সুরাটে গিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আধিকারিকরা জানিয়েছেন, প্রায় ১,৬০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। NDRF, BSF, সেনাবাহিনী, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে।


Conducted review meeting with officials in view of #OkhiCyclone at Surat. Instructed them to leave no stone unturned to counter any adverse situation. People are requested to follow the instructions issued by the administration from time to time and cooperate. No need to panic. pic.twitter.com/vgxXzD8ETh — Vijay Rupani (@vijayrupanibjp) December 5, 2017
ঘূর্ণিঝড় অক্ষির দাপটে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তামিলনাড়ু ও কেরালা মিলিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ ১৬৭ জন। এঁরা প্রত্যেকেই মত্‍‌স্যজীবী।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল