অ্যাপশহর

বাড়ছে জলসংকট! হোটেলগুলিতে জল পরিষেবা বন্ধের নির্দেশ হাইকোর্টের

লাগাতার জল সমস্যায় পানীয় জলের ঘাটতি মেটাতেও ব্যর্থ হয়েছে প্রশাসন।

EiSamay.Com 31 May 2018, 1:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জলসংকটে নাজেহাল অবস্থা সিমলার বাসিন্দাদের। লাগাতার জল সমস্যায় পানীয় জলের ঘাটতি মেটাতেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে সিমলার ২২৪টি হোটেল ও গেস্ট হাউসে জলের পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট।
EiSamay.Com watershimla


সিমলা মিউনিসিপ্যাল কমিশনার রোহিত জামওয়াল জানিয়েছেন, ৫২৭টির মধ্যে ২২৪টি হোটেল ও গেস্ট হাউস জলের বকেয়া টাকা মেটায়নি। ফলে সেইসব হোটেল ও গেস্ট হাউসের জল পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সল সঙক্টের তৃতীয় দিনেও অবস্থার কোনও পরিবর্তন দেখা যায়নি পাহাড়ি শহরটিতে। মিউনিসিপ্যাল থেকে পানীয় জল সরবারহ করা হলেও, ঘাটতি মেটানো সম্ভব হয়নি। অন্যদিকে ভিড় বাড়তে শুরু করেছে সিমলা ও কুলু-মানালির পর্যটকদের।

উল্লেখ্য, সিমলার দেওলা গ্রাম পঞ্চায়েত, গুম্মা, মাঝেওয়াদ এলাকায় জলের সমস্যা চূড়ান্ত। সেখানে ১৫ ঘন্টা বা ১২ ঘন্টা অন্তর পাম্পিং স্টেশন থেকে জল দেওয়া হচ্ছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল