অ্যাপশহর

মেধা পাটকরের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরওয়ানা

সমন পাওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আদালত অবমাননার দায়ে পরিবেশ আন্দোলনকর্মী মেধা পাটকরের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরওয়ানা জারি করল দিল্লির আদালত।

EiSamay.Com 29 May 2017, 10:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সমন পাওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আদালত অবমাননার দায়ে পরিবেশ আন্দোলনকর্মী মেধা পাটকরের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরওয়ানা জারি করল দিল্লির আদালত।
EiSamay.Com cross defamation cases court issues non bailable warrant against medha patkar
মেধা পাটকরের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরওয়ানা


পরস্পরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন কেভিাইসি চেয়ারম্যান ভি কে সাক্সেনা এবং নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর। শুনানিতে দুই পক্ষের কাছেই সমন দিয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেয় দিল্লির আদালত। কিন্তু তাতে সাড়া দেননি মেধা। অন্য দিকে মামলায় মেধার প্রতিপক্ষ, বর্তমানে খাদি গ্রাম ও শিল্প কমিশনের (কেভিআইসি) চেয়ারম্যান ভি কে সাক্সেনা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বলে দাবি করেছেন।

সোমবার এক আইনজীবী মারফত আদালতে হাজিরা দেওয়া থেকে ছাড়া দেওয়ার জন্য আবেদন জানান মেধা। কিন্তু তা বাতিল করে দেন দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বিক্রান্ত বৈদ। ক্রুদ্ধ বিচারপতি জানিয়েছেন, যে প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দিয়েছেন মেধা, তাঁর সঙ্গে কোনও অনুমোদন পত্র না থাকায় এবং হাজিরা না-দেওয়ার জন্য দর্শানো কারণ 'যথেষ্ট বিশ্বাসযোগ্য না-হওয়ায়' তা খারিজ করছে আদালত। সমন পাওয়া সত্ত্বেও আদালতে গরহাজির থাকার জন্য মেধা পাটকরের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরওয়ানা জারি করেন বিচারপতি।

প্রসঙ্গত আবেদনে মেধা জানিয়েছিলেন, মধ্যপ্রদেশের এক গ্রামে বিক্ষোভ প্রদর্শনীতে অংশগ্রহণ করার কারণে এবং যথা সময়ে দিল্লিগামী ট্রেনে সংরক্ষিত টিকিট না পাওয়ায় তিনি আদালতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু তা বিশ্বাস করতে নারাজ আদালত।


# A Delhi court today issued non-bailable warrant against Narmada Bachao Andolan (NBA) activist Medha Patkar for her failure to appear in cross defamation cases filed by her and KVIC Chairman V K Saxena.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল