অ্যাপশহর

৬ মাসে গোরুর হাজিরায় বেড়েছে বিক্রি, দাবি দোকানির

গত ছ'মাস প্রতিদিন একটি দোকানে গিয়ে বসছে বিশেষ অতিথির আসনে। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার মদুকুর শহরের। স্থানীয় একটি বস্ত্র বিপনীর দোকানে গত ছ'মাস ধরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে যায় গোরুটি। শুধু তাই নয় শ্রী সাইরাম ক্লোদ সোরুমে সে ঘণ্টা তিনেক সময় কাটায় পাখার হাওয়ায়।

EiSamay.Com 11 Nov 2019, 5:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গোরুর দুধে সোনা আছে! বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের এই মন্ত্যবকে কেন্দ্র করে যখন সারা রাজ্যজুড়ে প্রবল হাসির রোল উঠেছে, ঠিক তখনই এমন একটি গোরুর খবর পাওয়া গেল যে গত ছ'মাস প্রতিদিন একটি দোকানে গিয়ে বসছে বিশেষ অতিথির আসনে। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার মদুকুর শহরের। স্থানীয় একটি বস্ত্র বিপনীর দোকানে গত ছ'মাস ধরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে যায় গোরুটি। শুধু তাই নয় শ্রী সাইরাম ক্লোদ সোরুমে সে ঘণ্টা তিনেক সময় কাটায় পাখার হাওয়ায়।
EiSamay.Com Andhra Pradesh


দোকানের মালিক জানিয়েছে, চলতি বছরে গ্রীষ্মের এক দুপুরে গোরুটি একদিন এসেছিল তার দোকানে। সেদিন সে ঘণ্টা তিনের দোকানের মধ্যে থাকা চলন্ত পাখার নিচে বসে বিশ্রাম নেয়। আর তার পর থেকে রোজ আসে গোরুটি। দোকানের অন্য় কর্মীদের থেকে জানা গেছে, প্রথমদিন যখন গোরুটি এসেছিল তখন তাকে বাইরে বার করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই সব না মেনেই গোরুটি দোকানে ঢুকে যায়। তারপর ঘণ্টা তিনেক বিশ্রমা নিয়ে সে নিজে থেকেই বেরিয়ে যায় দোকান থেকে। তার পর থেকেই গোরুটির অভ্যাস হয়ে গেছে দোকানে প্রতিদিন আসার।

দোকানের মালিক আরও জানিয়েছেন, প্রথমে তিনি মনে করে ছিলেন গোরুটি আসার কারণে তার দোকানে বিক্রি হ্রাস পাবে। কিন্তু তার ঠিক বিপরীত ঘটনাই ঘটেছে। গোরুটি আসায় দিনে দিনে তার দোকানে বিক্রি আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দোকানের মালিকের স্ত্রী গোরুটিকে পুজো করাও শুরু করেছেন বলে জানিয়েছেন দোকানের মালিক।

পরের খবর