অ্যাপশহর

বিহারে এসে কোভিড টেস্ট মোদী-শাহ থেকে প্রিয়াঙ্কার! সরকারি তথ্যে তুঙ্গে বিতর্ক

Omicron আতঙ্কের মাঝে COVID Testing নিয়ে বড়সড় দুর্নীতি সামনে এল বিহারে। সরকারি নথি বলছে Priyanka Chopra, Congress leader Sonia Gandhi, Amit Shah সহ একাধিক বিখ্যাত ব্যক্তি COVID টেস্ট করিয়েছেন বিহারে এসে!

EiSamay.Com 7 Dec 2021, 1:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিহারে এসে কোভিড পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধী সহ একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। এমনকী কোভিড টেস্ট করাতে আমেরিকা থেকে নীতিশ কুমারের রাজ্যে এসেছেন Priyanka Chopra-ও। এমনই দাবি স্বাস্থ্য দফতরের সরকারি নথিতে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। কোভিড টেস্ট নিয়ে ভয়ানক কেলেঙ্কারি সামনে এসেছে বিহারের আরওয়াল জেলায় । তথ্যে ব্যাপক গরমিলের কারণে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
EiSamay.Com priyanka modi shah


করোনা মোকাবিলায় শুরু থেকেই টেস্ট এবং ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছে সরকার। এবার জাল করোনা টেস্টিংয়ের অভিযোগ উঠল বিহারে। আরওয়াল জেলার কারপি প্রাইমারি হেলথ সেন্টারের COVID Testing রেকর্ড পরীক্ষার পর সামনে আসা তথ্যে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের। এই হেলথ সেন্টারের ফাইল বলছে, এখানে প্রধানমন্ত্রী Narendra Modi থেকে বিখ্যাত বলিউড অভিনেতা একাধিকবার করোনা পরীক্ষা করিয়েছেন। রাজনীতি, থেকে খেলা-অভিনয়, বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের নাম এই স্বাস্থ্যকেন্দ্রের করোনা পরীক্ষার তালিকায় রয়েছে। নথিভুক্ত তথ্য অনুসারে আরওয়াল জেলার ওই হেলথ সেন্টার থেকে প্রধানমন্ত্রী মোদী তিনবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুবার এবং প্রিয়াঙ্কা চোপড়া ৬ বার করোনা পরীক্ষা করিয়েছেন। এই তথ্য দেখেই করোনা পরীক্ষা নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠে বিহারে। তড়িঘড়ি প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইন্টার কাস্ট বিয়ে করলেই লক্ষ্মী লাভ, বিশেষ ভাতা দেবে সরকার

গোটা ঘটনায় ক্ষুব্ধ আরওয়াল জেলার জেলা-শাসক জে প্রিয়দর্শিনী। এই প্রসঙ্গে তিনি বলেন, 'এটা সাংঘাতিক অভিযোগ। দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না। কে এই রিপোর্ট বানিয়েছে, কে তথ্য কম্পিউটারে তুলেছে এবং কোথা থেকে সে এই তথ্য পেয়েছে, সমস্তটা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই পুলিশে ঘটনাটি নিয়ে FIR দায়ের হয়েছে।' জেলা শাসক নিজে ঘটনার দ্রুত তদন্তের আর্জি জানিয়েছেন। সিভিল সার্জেন্টের নেতৃত্বে কমিটি তৈরি করে তিনদিনের মধ্যে রিপোর্ট তৈরির কথা জানিয়েছেন।

এখানেই শেষ নয়, জেলা শাসক জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এরকম কোনও জাল নথি জমা না করা হয় এবং এমন কোনও ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নিয়মে অদলবদল করা হতে পারে বলেও দাবি জেলা শাসকের।

পরের খবর