অ্যাপশহর

করোনা আতঙ্ক! ১৫ মাস গৃহবন্দি পরিবার

করোনার ভয়ে নিজেদের ১৫ মাস ধরে ঘরবন্দি রাখল একটি পরিবার। পাশের এক প্রতিবেশী মারা যেতেই নিজেদের বাড়ির মধ্যে আটকে ফেলে ওই পরিবার। দীর্ঘ এত মাস তাঁরা প্রয়োজনেও বাইরে বেরোননি। এমনকি কোনও লোকের সঙ্গে দেখাও করেন নি বলে দাবি।

EiSamay.Com 22 Jul 2021, 1:38 pm

হাইলাইটস

  • ১৫ মাস ধরে নিজেদের বন্দি করে রেখেছেন করোনার ভয়ে!
  • পুলিশ গিয়ে ওই পরিবারকে উদ্ধার করে।
  • কোনও আশাকর্মী ও অন্যরা তাঁদের ডাকাডাকি করেও সাড়া পেতেন না
EiSamay.Com Covid 19
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক : করোনার ভয়ে অচল গোটা বিশ্বই। তারমধ্যেও বিধিনিষেধ আলগা করে চলছে অর্থনীতির চাকা। প্রয়োজনে সকলেই বাইরে বেরোচ্ছেন। তবে অন্ধ্রপ্রদেশের এমন এক পরিবারের খোঁজ মিলল, যারা প্রায় গত ১৫ মাস ধরে নিজেদের বন্দি করে রেখেছেন করোনার ভয়ে! বুধবার পুলিশ গিয়ে কদালি গ্রামের একটি টেন্ট হাইস থেকে ওই পরিবারকে উদ্ধার করে।
কদালিগ্রামের পঞ্চায়েত প্রধান, গুরুনাথ বলেছেন, ১৫ মাস আগে ওই পরিবারের এক প্রতিবেশী করোনার জেরে মারা গিয়েছিলেন। তার পর থেকেই ওই পরিবারের রুথাম্মা, কান্থামনি ও রানি নিজেদের বাড়ির মধ্যে আটকে রাখে।

খানিক কমল কোভিডের দাপট, কোন সূত্রে বিদায় নেবে অতিমারি? জানুন...
সম্প্রতি এক গ্রামীণ ভলান্টিয়ার একটি সরকারি স্কিমের জন্য ওই পরিবারের কাছে যায়, তখনই গোটা ব্যাপারটির খোলসা হয়। ওই ভলান্টিয়ার পঞ্চায়েত প্রধান ও গ্রামের অন্য সকলকে এই ঘটনার কথা জনান।

ওই পঞ্চায়েত প্রধান সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই পরিবারে মোট চারদন সদস্য রয়েছে। করোনার ভয়ে তারা ১৫ মাস ধরে নিজেদের বাড়ির মধ্যে আটকে রেখেছিল। কোনও আশাকর্মী ও অন্যরা তাঁদের ডাকাডাকি করেও সাড়া পেতেন না। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, ক'দিন আগে ওই পরিবারের এক আত্মীয় গোটা ব্যাপারটার কথা জানান।

ভারতেই প্রথম DNA কোভিড টিকা, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
পুলিশ ঘটনার খবর পেতেই, সাব-ইন্সপেক্টর কৃষ্ণমাচারী তাঁর টিম নিয়ে এসে ওই পরিবারকে উদ্ধার করে। যখন তাঁদের বাইরে নিয়ে আসা হয়, তখন বিধ্বস্ত অবস্থা গোটা পরিবারেরই। বেশ কয়েকদিন তাঁরা স্নান করেনি, চুল বিধ্বস্ত-এখ ভয়ংকর চেহারা। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবারের সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত প্রধানের দাবি, আর তিন-চার দিন ওই অবস্থায় পরিবারটি থাকলে সকলেই হয়তো মারা পড়ত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল