অ্যাপশহর

Alpha ও Delta-র সঙ্গে লড়াইয়ে ব্রহ্মাস্ত্র Covaxin! দাবি আমেরিকার

ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিন (Covaxin) করোনাভাইরাসের (Coronavirus) Alpha এবং Delta Variant-এর বিরুদ্ধে কার্যকরী। বিস্তারিত জানতে পড়ুন...

EiSamay.Com 30 Jun 2021, 11:29 am

হাইলাইটস

  • কোভিডের Alpha এবং Delta ভ্যারিয়েন্টকে পরাস্ত করার ক্ষেত্রে কার্যকরী ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।
  • মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণায় বিষয়টি প্রমাণিত হল এবার।
  • NIH-র তরফ থেকে বলা হয়, 'কোভ্যাক্সিন প্রাপ্ত দু'জন ব্যক্তির রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাঁদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে'।
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিডের আলফা এবং ডেল্টা ভ্যারিয়েন্টকে পরাস্ত করার ক্ষেত্রে কার্যকরী ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণায় বিষয়টি প্রমাণিত হল এবার।
NIH-র তরফ থেকে বলা হয়, 'Covaxin প্রাপ্ত দু'জন ব্যক্তির রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাঁদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যা SARS-CoV-2 এর B.1.1.7 (Alpha) এবং B.1.617 (Delta) ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করে দিচ্ছে'।

কোভ্যাক্সিনে SARS-CoV-2 এর নিষ্ক্রিয় রূপ ব্যবহার করা হয়। যা দেহে ছড়িয়ে পড়তে পারে না। কিন্তু ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে ওই টিকা। পাশাপাশি দেহকে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে ওই টিকা।

দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে দেখা গিয়েছে, ওই টিকা নিরাপদ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেকটাই কম। তৃতীয় ধাপের ট্রায়ালের রিপোর্টও খুব শীঘ্রই আসবে বলে জানানো হয়েছে।

NIH-র তরফ থেকে জানানো হয়েছে, 'অন্তর্বর্তী ফল অনুযায়ী, উপসর্গযুক্ত করোনা রোগীর ক্ষেত্রে ৭৮ শতাংশ কার্যকরী ওই টিকা। তবে গুরুতর কোভিড ১৯ রোগীর ক্ষেত্রে ১০০ শতাংশ কাজ করে তা। উপসর্গহীন সংক্রমণের ক্ষেত্রে ৭০ শতাংশ কাজ করে ওই টিকা'।

কোভিশিল্ডে 'না' ইইউ দেশসমূহের
এর আগে কেন্দ্র জানিয়েছিল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন SARS-CoV-2 এর আলফা, বিটা, গামা, ডেল্টা সবক্ষেত্রেই কার্যকরী। যদিও Delta Plus Variant-র ক্ষেত্রেও আদৌ ওই দুই টিকা কার্যকরী কিনা, খতিয়ে দেখছেন গবেষকরা।

১৮ ঊর্ধ্বদের জন্য দেশে এবার নয়া টিকা, ছাড়পত্র দিল DCGI
এদিকে মঙ্গলবারের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেল বুধবারের Corona দৈনিক সংক্রমণ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এদিকে, এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৪-তে।

Delta Plus রুখবে টিকা? যা জানাল কেন্দ্র
তবে সুস্থতার হার আরও খানিকটা বেড়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯ শতাংশ। বর্তমানে টিকাকরণের উপর জোর দিচ্ছে দেশের প্রতিটি রাজ্যের সরকার। ওয়াকিবহল মহলের দাবি, সেই কারণেই সার্বিক দিক থেকে নিম্নমুখী করোনার গ্রাফ। কমছে Active Case-র সংখ্যাও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল