অ্যাপশহর

করোনায় অক্সিজেন সংকট মেটাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের

করোনায় কাঁপছে গোটা দেশ। এই আবহে দিন দিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে অক্সিজেন সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অক্সিজেন সংকট কাটাতে নয়া নির্দেশ কেন্দ্রের।

EiSamay.Com 22 Apr 2021, 4:06 pm
EiSamay.Com Medical Oxygen
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সুনামিতে কাবু গোটা দেশ। যে হারে করোনায় সংক্রমিত হচ্ছেন দেশবাসী, তাতে অক্সিজেনের আকাল পড়েছে দেশে। অক্সিজেন সংকটে ভুগছে দেশের বিভিন্ন প্রান্ত। এই প্রেক্ষিতে অক্সিজেন সরবরাহ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যগুলির মধ্যে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা থাকছে নায। এক রাজ্য থেকে আরেক রাজ্যে অক্সিজেন বহনকারী গাড়িগুলির যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ কর্তৃপক্ষকে।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, মেডিক্যাল অক্সিজেন সরবরাহে কোনওরকমের অন্তরায় যে কোনও করোনা আক্রান্ত রোগীদের উপর প্রভাব পড়তে পারে।



অন্যদিকে, করোনাকালে অক্সিজেনের ঘাটতি নিয়ে এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে অক্সিজেন সরবরাহ নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে মোদীকে জানান আধিকারিকরা। অক্সিজেন উৎপাদন বাড়ানোর কথা বলেছেন নমো। পাশাপাশি দ্রুত গতিতে অক্সিজেন সরবরাহের দিকে জোর দেওয়ার কথা বলেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, অক্সিজেন সরবরাহে সমস্যা হলে তার দায় বর্তাবে স্থানীয় প্রশাসনের উপর।


রাজ্যে অক্সিজেনের চাহিদা বেড়ে দ্বিগুণ

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। অক্সিজেন নিয়ে হাহাকার, হাসপাতালে বেড অমিল, বেশ কিছু রাজ্য তলানিতে ভ্যাকসিনের ভান্ডার। এমন পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত মামলায় এই সংকট সামাল দিতে কোন পরিকল্পনা নিয়েছে কেন্দ্র তা জানতে চাইল সুপ্রিম কোর্ট।

অতীতের সব রেকর্ড ভেঙে গেল দেশে। ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে। শীর্ষ আদালতের মতে, জাতীয় সংকট উপস্থিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে এই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারের কাছে অবস্থা সামাল দিতে জাতীয় পরিকল্পনা জানতে চেয়েছে। তিনি বলেন, শুধু করোনার সংক্রমণ নিয়ন্ত্রণই নয়, অক্সিজেন সংকট, টিকাকরণ, অত্যাবশকীয় ওষুধ সরবরাহ, লকডাউন সহ সমস্ত বিষয়েই বিস্তারিত তথ্য জানতে চায় কোর্ট। রাজ্যের সমস্যাগুলিতেও আলোকপাত করার কথা বলেছেন প্রধান বিচারপতি। শুক্রবারের কেন্দ্রকে তাঁর জাতীয় পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল