অ্যাপশহর

লাফিয়ে বাড়ছে Omicron, দেশে আক্রান্ত ৫৭৮

National Covid Bulletin-এর তথ্য অনুযায়ী দৈনিক করোনা সংক্রমণ কমলেও লাফিয়ে বাড়ছে Omicron। নিউ ভ্যারিয়েন্টের মোকাবিলায় বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ফের লাগু নাইট কারফিউ....

EiSamay.Com 27 Dec 2021, 10:31 am
এই সময় ডিজিটাল ডেস্ক: Omicron-এর চোখ রাঙানিতে শিরদাঁড়ার কাঁপন। হু হু করে বাড়ছে আক্রান্ত। ইতিমধ্যেই দেশে ১৯ রাজ্যে ছড়িয়ে পড়েছে New Covid Variant। দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৮। সংক্রমণ শীর্ষে রাজধানী। রবিবার দৈনিক Omicron আক্রান্তের সংখ্যায় বাকি রাজ্যকে ছাড়িয়ে গেল দিল্লি। আক্রান্ত ১৪২ জন।
EiSamay.Com covid 19 representative


অন্যদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সামান্য হলেও কমেছে দৈনিক করোনা সংক্রমণ। তবে লাফিয়ে বেড়েছে মৃত্যু। National Covid Bulletin অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন, যা গতকালের থেকে সামান্য কম। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ১৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩১৫ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৭৬৬। মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনার থাবা থেকে মুক্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৪৯৫ জন। এদিকে করোনার করাল গ্রাসে প্রাণ গিয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৯৭ জনের।

বাড়ছে করোনা সংক্রমণ, দিল্লিতে ফের জারি নৈশ কার্ফু

অন্যদিকে, বাংলাতেও নতুন করোনা ভ্যারিয়েন্টের থাবা। রবিবার রাজ্যে আরও চারজন বিদেশ ফেরতের দেহে Omicron Variant থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজন ৪৪ বছরের প্রৌঢ় ও ২৪ বছরের যুবক রয়েছেন। ৩১ বছরের এক মহিলা এবং তাঁর পাঁচ বছরের শিশুর দেহেও করোনার নয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁরা ব্রিটেন থেকে কলকাতায় এসেছেন বলেই জানা গিয়েছে। রবিবার দমদম বিমানবন্দরে শিশু সহ বাকি তিন জনের করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, সোমবার আক্রান্তদের লালারসের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। রিপোর্ট এলে জানা যাবে শিশু সহ বাকিরা করোনা আক্রান্ত কিনা। শনিবার পর্যন্ত রাজ্যে ছ’ জন Omicron আক্রান্তের হদিশ মিলেছিল। যদি ব্রিটেন ফেরত চারজনের জিনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল