অ্যাপশহর

ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ল! ২৪ ঘণ্টায় নতুন আক্রন্ত ৪৬২৩২, মৃত্যু ৫৬৪ জনের

গত ২৪ ঘণ্টায় ভারতে দৈ নিক আক্রান্তের সংখ্যা বাড়ল। কেন্দ্রের শনিবারের রিপোর্ট অনুসারে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬,২৩২ জন। মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪৯,৭১৫ জন।

EiSamay.Com 21 Nov 2020, 12:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ফের একবার বাড়ল। শুক্রবারের তুলনায় শনিবার সংক্রমণের হার বেড়েছে ০.৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শনিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬,২৩২ জনের সংক্রমণ ধরা পড়েছে। যা গতকালের তুলনায় ০.৭ শতাংশ বেশি। এ ছাড়া মৃত্যু হয়েছে আরও ৫৬৪ জনের। সবমিলিয়ে শনিবার (২১ নভেম্বর) ভারতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৫০ হাজার ৫৯৮ জন।
EiSamay.Com Covid India
দিল্লি বিমানবন্দরে ঢোকার আগে।-- ফাইল ছবি


শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে অ্যাক্টিভ আক্রান্ত ৪ লক্ষ ৩৯ হাজার ৭৪৭ জন। দেশে মোট আক্রান্তের মধ্যে ৮৪ লক্ষ ৭৮ হাজার ১২৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪৯,৭১৫ জন। কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৭২৬ জন।

৭ অগস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। ২৩ অগস্ট কোভিড আক্রান্ত ছাড়িয়ে যায় ৩০ লক্ষ। ৫ সেপ্টেম্বর সংক্রামিত বেড়ে হয় ৪০ লক্ষ। ১৬ সেপ্টেম্বরের মধ্যে আক্রান্ত বেড়ে দাঁড়ায় ৫০ লক্ষ। ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। ১১ অক্টোবর ছাড়িয়ে যায় ৭০ লক্ষ। ২৯ অক্টোবর করোনা আক্রান্ত বেড়ে হয় ৮০ লক্ষ।

ভাইরাস সংক্রমণ ফের মাথাচাড়া দেওয়ায় কোভিড লকডাউনের পথেই ভারত! দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতে নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গুজরাতের অহমদাবাদ,সুরত, রাজকোট ও বডোদরা শহরে ফের রাতে কারফিউ জারি হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবত্‍‌ থাকবে। মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, গ্বলিয়র, বিদিশা ও রতলমেও রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ। মুম্বইয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ। তবে, মহারাষ্ট্রের অন্যত্র ২৩ নভেম্বর থেকে স্কুল খুলতে পারে। সবার জন্য নয়। ক্লাস নাইন থেকে ১২ ক্লাসের পড়ুয়াদের জন্য। নির্ভর করবে স্কুল কর্তৃপক্ষের উপর।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কোভিড পজিটিভ

দিল্লিতে শুক্রবার ৬,৬০৮ জনের কোভিড পজিটিভ ধরা পড়ে। রাজধানীতে মোট আক্রান্ত বেড়ে হয় ৫ লক্ষ ১৭ হাজার ২৩৮। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১১৮ জন মারা গিয়েছেন। সবমলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,১৫৯। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮,৭৭৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত ৪ লক্ষ ৬৮ হাজার ১৪৩ জন।

এদিকে, মাস্ক না-পরায় গত ২৪ ঘণ্টায় নয়ডা ও গ্রেটার নয়ডাতেই শুধু ১২০০ জনকে জরিমানা করা হয়েছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল