অ্যাপশহর

'নিগৃহীতা'র ব্যাগের used কন্ডোমই রেপের দায় থেকে নিষ্কৃতি দিল যুবককে

দিল্লির বিশেষ আদালত শনিবার ধর্ষণের অভিযোগ নস্যাত্‍‌ করে দিয়েছে।

EiSamay.Com 16 Dec 2017, 9:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অভিযোগকারী যুবতীর ব্যাগে সযত্নে রাখা ব্যবহৃত নিরোধই 'রেপ'-এর অভিযোগ থেকে শেষমেশ বাঁচিয়ে দিল যুবককে।
EiSamay.Com court acquits rape accused over used condoms in victims bag
'নিগৃহীতা'র ব্যাগের used কন্ডোমই রেপের দায় থেকে নিষ্কৃতি দিল যুবককে


দিল্লির বিশেষ আদালত শনিবার ধর্ষণের অভিযোগ নস্যাত্‍‌ করে জানিয়েছে, অভিযোগকারী যুবতীর কাছ থেকে তিনটি ব্যবহৃত কন্ডোম পাওয়া গিয়েছে। তাতে ধর্ষণের তত্ত্ব আদৌ খাটে না। বরং, এটাই প্রমাণ হয়, ঘটনায় দু-জনেরই সম্মতি ছিল।

আদালত সূত্র খবর, গত ফেব্রুয়ারিতে মেয়ের ব্যাগ ঘাঁটতে গিয়ে আচমকাই তিনটি ব্যবহৃত কন্ডোম পেয়েছিলেন তাঁর মা। এ নিয়ে মেয়েকে জিগ্য়াসাবাদ করলে, চাপের মুখে যুবতী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছে অভিযুক্ত। এরপর মায়ের নির্দেশেই থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন।

রায় ঘোষণার আগে অতিরিক্ত দায়রা বিচারক গৌতম মান্নান বলেন, এই ঘটনা থেকে এটা পরিষ্কার, মা না চাপ দিলে, ওই যুবতী নিজে থেকে থানায় গিয়ে কখনোই এফআইআর করতেন না। শুনানি চলাকালীন যুবতী এ-ও স্বীকার করেন, বাড়িতে তাঁদের এই সম্পর্কের কথা কেউ-ই জানত না। যার জন্য সমস্যা তৈরি হয়। তবে, সেক্সে দু-জনেরই সম্মতি ছিল। এর মাঝে বিয়ের প্রসঙ্গ কখনও ওঠেনি।

এরপরই যুবককে রেপের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল