অ্যাপশহর

ভারতে করোনা পরিস্থিতি LIVE: ৩ লাখ পার আক্রান্তের সংখ্যা, বাড়ছে চিন্তা

প্রথম দফার আনলকেই দেশে মোট আক্রান্তের সংখ্যা শুক্রবার রাতে তিন লক্ষ ছাড়িয়ে গেল। এ দিন দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১১ হাজার ৭৭৫। ফলে শুক্রবার রাত পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯ হাজার ৩৬০ জন।

EiSamay.Com 13 Jun 2020, 2:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ২-৩ মাসে ভারতে সংক্রমণ শিখরে পৌঁছতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিবলেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ আরও কঠোর করার জন্য রাজ্যগুলির কাছে ইতোমধ্যেই বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
EiSamay.Com corona India live updates
ভারতে করোনা পরিস্থিতি



--- অন্ধ্র প্রদেশে নতুন করে ২২২ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৮৫৮।

--- উত্তরপ্রদেশের উন্নাও জেলার আগ্রা-লখনউ হাইওয়েতে উলটে গেল পরিযায়ী শ্রমিকদের গাড়ি। হিমাচল প্রদেশ থেকে বিহার যাচ্ছিল গাড়িটি। আহত হয়েছেন ১০ জন।

--- দিল্লির ৩, মোতিলাল নেহরু প্লেসের বাসভবনে থাকেন দু'বারের প্রধানমন্ত্রী তথা বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর বাড়ির সামনে কোয়ারানটিন নোটিশ চমকে দেয় কংগ্রেস নেতাদের। বর্ষীয়ান নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পড়ে জানা যায়, সুস্থই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর থেকে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির এক পরিচারিকার মেয়ে করোনা আক্রান্ত।

--- একদিনে সর্বাধিক আক্রান্ত ওডিশায়। করোনা সংক্রমণ ধরা পড়ল ২২৫ জনের শরীরে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭২৩।

--- বেসরকারি হাসপাতালে এখনও করোনা চিকিত্‍‌সার খরচে রাশ টানেনি দিল্লি সরকার।

--- লুধিয়ানার পুলিশ কমিশনার জানালেন শনিবার যে সব দোকান সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকত, তা বন্ধ করে দিতে হবে বিকেল ৫টার মধ্যে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রাখা যাবে সন্ধে ৭টা পর্যন্ত।

--- শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮৮৮৪।

--- বন্ধ করে দেওয়া হল তিরুপতি গোবিন্দ রাজা স্বামী মন্দির। এক TTD কর্মীর শরীরে করোনা সংক্রমণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।

--- দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই রাজ্যেই মোট ১ লক্ষ ১ হাজার ১৪১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন।

--- আক্রান্তের সংখ্য়ার নিরিখে রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে দিল্লি। দেশের রাজধানীতে এখনও পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল