অ্যাপশহর

করোনা তো 'ধনীর অসুখ', কটাক্ষ তামিল মুখ্যমন্ত্রীর

তামিলনাড়ুতে ১২০০-র বেশি করোনায় আক্রান্ত। ১৪ জন মারাও গিয়েছেন। এর দায় ধনীদের উপর চাপালেন তামিল মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এটা ধনীদের অসুখ। ওঁরাই রাজ্যে বয়ে এনেছেন।

EiSamay.Com 16 Apr 2020, 10:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের বাড়বাড়ন্তে ধনীদের দিকেই আঙুল তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে পালানিস্বামী। করোনাকে 'ধনীর অসুখ' হিসেবে উল্লেখ করে, মুখ্যমন্ত্রী বলেন, 'ধনীরাই তো বিদেশ থেকে এই অসুখ রাজ্যে বয়ে এনেছেন।'
EiSamay.Com palaniswamy


তাঁর স্পষ্ট কথা, রাজ্যে তো এই অসুখ ছিল না। এখান থেকে তা ছড়ায়ওনি। পালানিস্বামীর কথায়, 'গরিব মানুষের এই অসুখ নেই। আপনি তাঁদের সঙ্গে নিশ্চিন্তে কথা বলতে পারেন। কিন্তু ধনীদের থেকে সাবধানে থাকবেন।'

পালানিস্বামীর কথায় এটা পরিষ্কার, রোগ ছড়ালে ধনীদের মাধ্যমেই ছড়াবে, গরিবদের থেকে নয়। সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে, ধনীদের বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগরে দেন বিতর্ক থেকে কয়েক হস্ত দূরে থাকা, নির্বিবাদী এই মানুষটি।


তবে, ধনীদের তোপ দাগলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, রাজ্যের সমস্ত করোনা পজিটিভ কেস, নেগেটিভ করেই ছাড়বেন। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ১২৪২ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

এদিকে, গোটা দেশে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত সরকারি ভাবে ৪২০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। আক্রান্ত ১২,৭৫৯ জন। আক্রান্ত ও মৃত্যুর একটা বড় অংশই মহারাষ্ট্রে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল