অ্যাপশহর

Corona In India করোনার আক্রান্ত ভারত LIVE: দিল্লিতে আক্রান্ত উপসর্গহীন ১৮৬, বাড়ছে দেশের দুশ্চিন্তা!

৭৩৬ জনের পরীক্ষা হয়েছিল। তার মধ্যে ১৮৬ জন করোনা পজিটিভ। অর্থাৎ সংখ্যাটা ২৫ শতাংশেরও বেশি! চিন্তার বিষয় হল, এই ১৮৬ জনের কারও শরীরেই করোনা সংক্রমণের কোনও উপসর্গ নেই!

EiSamay.Com 20 Apr 2020, 9:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ, সোমবার থেকে দিল্লিতে কোনও ভাবেই লকডাউন শিথিল করা হবে না। দিল্লির মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ অমূলক নয়। কারণ, শুধু দিল্লি নয়, বিশ্বজুড়ে আক্রান্তদের অধিকাংশই এখন উপসর্গহীন (অ্যাসিম্পটোমেটিক কেরিয়ার)। অর্থাৎ, জ্বর-সর্দি-কাশির মতো যে বিষয়গুলি করোনার প্রাথমিক উপসর্গ বলে মনে করা হয়, তার কোনও উপসর্গই এঁদের মধ্যে নেই। ফলে সংক্রমণটা তাঁরা টেরই পাননি।
EiSamay.Com Corona INdia live updates
করোনার গ্রাসে ভারত



--- লকডাউন অমান্য করা ও সোশ্যাল ডিসট্যান্সিং না মানা ও স্বাস্থ্যকর্মীদের উপ হামলার ঘটনা এখন দেশের বিভিন্ন প্রান্তেই ঘটে চলেছে। ইতোমধ্যেই মুম্বই, পুনে, ইনদোর, জয়পুর, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রক।

--- অন্ধ্র প্রদেশে নতুন করে ৭৫ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৭২২।

--- ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ওডিশায় সূচনা হল পাঁচটি কোভিড ১৯ হাসপাতালের।

--- ওডিশার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮। মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন।

--- ২০ এপ্রিল, সোমবার থেকে লোকসভা এবং রাজ্যসভার সচিবালয়ের কাজ শুরু হল।

--- রাজস্থানে নতুন করে ১৭ জনের শরীরে পাওয়া গেল করোনা সংক্রমণ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৯৫। মৃত্যু হয়েছে ২৪ জনের।

--- সরকারি নথি অনুযায়ী গোয়ায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৫৮ জন। তাঁদের মধ্যে সিংহভাগ সুস্থ হয়ে উঠলেও ৩ এপ্রিল নতুন করে ৭ জনের শরীরে পাওয়া গিয়েছিল করোনা সংক্রমণ। ১২ দিনের মাথায় তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই সুখবর জানিয়েছেন গোয়ার স্বাস্থ্য মন্ত্রী বিশ্বজিত্‍ রানে।

--- সোমবার সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। মৃতের সংখ্যা বেড়ে ৫৪৩।

--- করোনা মোকাবিলায় নয়া উপায় বের করলেন লোকসভার প্রাক্তন স্পিকার এবং বর্ষীয়ান বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন। মানুষের কাছে তাঁর আর্জি সোমবার ২০ এপ্রিল সকালে যে যাঁর পছন্দের ঈশ্বরের কাছে অন্তত আধ ঘন্টা প্রার্থনা করুন।

--- বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, ৩০৪। মৃতের সংখ্যা ৫৫৯। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২,৮৫৪ জন।

--- সোমবার থেকে সব জাতীয় সড়কে ফের টোল সংগ্রহ শুরু করল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া।

---- করোনা সংক্রমণ রুখতে দ্বিতীয় দফায় আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আরও এক কদম এগিয়ে তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হল।

--- করোনাভাইরাস ধর্ম, জাত-পাত দেখে আসে না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংকটের পরিস্থিতিতে তিনি সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল