অ্যাপশহর

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশব্যাপী বিক্ষোভ কংগ্রেসের

গত তিন বছরে হু হু করে বেড়েছে পেট্রোলিয়াম পণ্যের দাম। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত জানাল কংগ্রেস। সংগ্রহ করা হবে ১০ লক্ষ স্বাক্ষর।

EiSamay.Com 15 Sep 2017, 4:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত তিন বছরে হু হু করে বেড়েছে পেট্রোলিয়াম পণ্যের দাম। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত জানাল কংগ্রেস। সংগ্রহ করা হবে ১০ লক্ষ স্বাক্ষর।
EiSamay.Com congress to launch nationwide protests against hike in petroleum products
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশব্যাপী বিক্ষোভ কংগ্রেসের


পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশজোড়া আন্দোলনের ডাক দিল কংগ্রেস। প্রতিবাদের সমর্থনে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করার পরিকল্পনাও করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। পাশাপাশি, ২০ সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভার ঘোষণাও করেছে কংগ্রেস।

গত তিন বছরে পেট্রোলে ১৩৩% এবং ডিজেলে ৪০০% মূল্যবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে গত ১৫ দিনে লিটার প্রতি ২৫ পয়সা দাম বেড়েছে কেরোসিনের। সব মিলিয়ে, পেট্রোপণ্যের লাগামছাড়া দামের গুণাগার দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে পেট্রোল, ডিজেল সহ পেট্রোলিয়ামজাত পণ্যের দাম কমার লক্ষণ নেই। স্বাভাবিক ভাবেই এই বিষয়ে জনগণের উষ্মা বাড়ছে, দাবি কংগ্রেসের।

সম্প্রতি এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম কমলেও পরিশোধন, বিপণন জনিত বিবিধ কারণে তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় এই কারণে পেট্রোল ও ডিজেলের দৈনিক মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আখেরে গ্রাহকেরই লাভ হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল