অ্যাপশহর

গৌরব-সুস্মিতা ফের প্রার্থী, প্রকাশিত কংগ্রেসের তৃতীয় দফার তালিকা

অসমের শিলচর কেন্দ্রে সুস্মীতা দেবকে আরও একবার প্রার্থী করেছে কংগ্রেস। রাজ্যের কালিয়োবোর কেন্দ্রে প্রার্থী গৌরব গগৈ। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

EiSamay.Com 16 Mar 2019, 12:43 am

হাইলাইটস

  • অসমের শিলচর কেন্দ্রে সুস্মীতা দেবকে আরও একবার প্রার্থী করেছে কংগ্রেস।
  • রাজ্যের কালিয়োবোর কেন্দ্রে প্রার্থী গৌরব গগৈ।
  • মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
EiSamay.Com রাহুল গান্ধী (ফাইল ছবি)
রাহুল গান্ধী (ফাইল ছবি)
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এই তালিকায় মোট ১৮ জন প্রার্থী নাম আছে।

কংগ্রেসের এ দিনের প্রার্থী তালিকা অসমের ৫, তেলেঙ্গার ৮, মেঘালয়ের ২ এবং নাগাল্যান্ড, সিকিম এবং উত্তপ্রদেশের ১ জন করে প্রার্থীর নাম আছে। অসমের শিলচর কেন্দ্রে সুস্মীতা দেবকে আরও একবার প্রার্থী করেছে কংগ্রেস। গত লোকসভায় নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। উল্লেখ্য,সুস্মিতা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী। রাজ্যের কালিয়োবোর কেন্দ্রে প্রার্থী গৌরব গগৈ। গতবারও এই কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব।

এদিকে, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে তুরা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। আর উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় কংগ্রেসের প্রার্থী তণুজ পুনিয়া।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল