অ্যাপশহর

রাহুল-প্রিয়াঙ্কা সাক্ষাতে বিদ্রোহে ইতি, কংগ্রেসেই 'অবতরণ' পাইলটের

কংগ্রেসে ফিরতে চলেছেন সচিন পাইলট। সোমবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন তিনি। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে রাজস্থানের বিদ্রোহী দলীয় বিধায়কদের অভিযোগ খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

EiSamay.Com 11 Aug 2020, 12:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজস্থান কংগ্রেসে চলতি রাজনৈতিক টানাপোড়েনের অবসান। বিদ্রোহ ভুলে অবশেষে কংগ্রেসে ফিরতে চলেছেন সচিন পাইলট। সোমবার নয়াদিল্লিতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখমন্ত্রী। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। এর পরেই সচিন পাইলটের দলে ফেরার পথ প্রশস্থ হয়েছে। রাজস্থানের বিদ্রোহী বিধায়কদের অভিযোগ শোনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন সনিয়া গান্ধী। এই কমিটিতে রাখা হয়েছে প্রিয়াঙ্কাকেও।
EiSamay.Com saachin p 2
সচিন পাইলট


রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাতে নিজের একাধিক অভিযোগ তুলে ধরেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। যথাযথভাবে সেগুলি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন রাহুল। এর রেশ ধরেই পরে পরে একটি কমিটি গঠনের সিদ্ধান্তের কথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। AICC-র তিন সদস্যের এই কমিটি সচিন পাইলট এবং রাজস্থানের অসন্তুষ্ট কংগ্রেস বিধায়কদের অভিযোগ খতিয়ে দেখবে। সেই অনুসারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনেও কংগ্রেস পার্টি এবং রাজস্থানে কংগ্রেস সরকারের স্বার্থে কাজ আগ্রহ প্রকাশ করেছেন সচিন পাইলট।

এদিকে, তাঁর এই অসন্তোষকে 'মতাদর্শগত' বলে ব্যখ্যা করেছেন সচিন পাইলট। সারাদিনের রাজনৈতিক তৎপরতার পরে রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'গোটা বিষয়টি নীতিগত ছিল। পদ দেওয়া বা না দেওয়া দলের সিদ্ধান্ত। পদের লালসা আমার কখনই নেই। তবে দলের স্বার্থে কিছু বিষয় উত্থাপন করার প্রয়োজন ছিল। সেগুলিই উত্থাপন করেছিলাম। আমাদের বক্তব্য রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী মন দিয়ে শুনেছেন। তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। এ জন্য কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন: ক্লটের জন্য জরুরি ব্রেন সার্জারি প্রণব মুখোপাধ্যায়ের, এখন ভেন্টিলেশনে

সচিন পাইলট ইস্যুতে প্রথম থেকেই দ্বিমুখী রাজনৈতিক কৌশল নিতে দেখা গিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। প্রথমে তাঁকে বুঝিয়ে দল ফেরানোর চেষ্টা করা হলেও তাতে কাজ না হওয়ায় উপ-মুখ্যমন্ত্রী এবং দলীয় পদ থেকে অপসারণের মতো কড়া পদক্ষেপ নেয় দলের শীর্ষ নেতৃত্ব। পরে অবশ্য তাঁকে ফের দলে ফেরানোর উদ্যোগ নতুন করে শুরু হয়। সম্প্রতি সচিন পাইলট-সহ বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে করা পিটিশন সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন রাজস্থানের অধ্যক্ষ সিপি যোশি। সেইসঙ্গে যে সমস্ত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল, সেগুলি প্রত্যাহার করে নেওয়া হয়।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল