অ্যাপশহর

শুধুই ধার! এই চা-ওয়ালার কাছে প্রদেশ কংগ্রেসের বকেয়া ₹২ লক্ষ

অনেক তদ্বির করেও নিরাশ হয়ে শেষ পর্যন্ত মুম্বইয়ের প্রদেশ কংগ্রেস কার্যালয়ে চা পাঠানো বন্ধ করেছেন ইন্দর জোশি।

EiSamay.Com 21 Dec 2016, 8:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দলের বকেয়া মোট দুই লক্ষ টাকা। অনেক তদ্বির করেও নিরাশ হয়ে শেষ পর্যন্ত মুম্বইয়ের প্রদেশ কংগ্রেস কার্যালয়ে চা পাঠানো বন্ধ করেছেন দোকানের মালিক ইন্দর জোশি।
EiSamay.Com congress owes azad maidan chai wallah rs 2 lakh
শুধুই ধার! এই চা-ওয়ালার কাছে প্রদেশ কংগ্রেসের বকেয়া ₹২ লক্ষ


এক দশকের সামান্য বেশি সময় যাবত অধরা মহারাষ্ট্রের মসনদ। ২০১৪ সালের মে মাসের আগে দিল্লির তখ্‌তও ছিল ঐতিহ্যবাহী শতাব্দীপ্রাচীন দলের একচেটিয়া। স্বাধীনতার পর থেকে দেশ শাসনের রেকর্ড গড়া কংগ্রেসের কাছেই দু' লাখ টাকা পাওনা মুম্বইয়ের আজাদ ময়দানের চা-ওয়ালা ইন্দরের। মহল্লার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে চা পাঠানো বাবদ এই টাকা তাঁর বকেয়া রয়েছে।

ইন্দর জোশির দাবি, 'গত কয়েক দশক ধরে আমার পরিবার এই দোকান চালাচ্ছে। বহু কাল কংগ্রেস আমাদের পাওনা মেটায়নি, তাই োই অফিসে চা পাঠানো বন্ধ করেছি। তবে আমার বিশ্বাস, ওরা এক সময় আমার টাকা ফেরত দেবে। এমন আগেও হয়েছে।'

কয়েক দশক আগে গুজরাট থেকে মুম্বই মুলুকে পাড়ি দিয়েছিল জোশি পরিবার। চায়ের সঙ্গে দোকানে কিছু গুজরাটি জলখাবারও পাওয়া যায়। জোশির কথার মাঝেই এক কংগ্রেস কর্মী ফের টায়ের ফরমাইশ দিতে আসেন। পত্রপাঠ দোকানমালিক জবাব দেন, 'ধার নয়, দয়া করে নগদ দিন।'

কিন্তু ধারে চা পানের বিষয়ে কী বলছে কংগ্রেস?

চা বাবদ দোকানে টাকা বাকি রাখার কথা স্বীকার করেছেন মুম্বই প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। তিনি বলেন, 'কয়েক সপ্তাহ আগে বকেয়া চায়ের দামের বিষয়টি আমার গোচরে আনা হয়। আমাদের এক সদস্যের গাফিলতির কারণেই এমন কাণ্ড ঘটেছে। ওই চা দোকানমালিকের কাছে আমাদের মোট ৪ লক্ষ টাকা ধার হয়ে গিয়েছিল। তার মধ্যে ৫০% টাকা শোধ করা হয়েছে। উনি খুব ভালো চা বানান। ওঁর টাকা বাকি শোধ করা দরকার। প্রায় চার মাস যাবত উনি আমাদের থেকে চায়ের দাম পাননি। আমরা দ্রুত ওঁর সমস্ত ধার শোধ করব।'

প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস দপ্তরে একটি স্বয়ংক্রিয় চা-যন্ত্র থাকলেও বেশির ভাগ সদস্য সেই চা পছন্দ করেন না। নিরুপমের কথায়, 'আমি খুব চা-ভক্ত, আর তা বাইরে থেকেই আনতে পছন্দ করি। কিন্তু ইদানীং লোকে অতিরিক্ত চা পান করতে শুরু করেছে।'

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানিয়েছেন, সম্প্রতি দলের তহবিলে টান পড়েছে। চা-দোকানে ধার রাখার ব্যাপারে তাঁর সরস টিপ্পনি, 'একদা টা-ওয়ালা ছিলেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আমাদের দলে বিস্তর ঠাট্টা-তামাশা চলে। অথচ সেই চা-ওয়ালার কাছেই এখন আমাদের বিপুল দেনা জমে রয়েছে।'

# The chai-wallah claims the Congress has an outstanding balance of Rs 2 lakh.
# He has now stopped supplying the tea on credit.
# He is the most preferred chai-wallah among Congress functionaries and supporters.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল