অ্যাপশহর

Rajasthan Crisis: রাজস্থানে 'কুর্সি' সংকট, পাইলটের মুখ্যমন্ত্রিত্বের বিরোধিতায় ৯০ বিধায়ক পদত্যাগ করতে উদ্যত

Congress President Election: অশোক গেহলট (Ashok Gehlot) কংগ্রেস সভাপতি হলে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার আগেই নয়া সংকট মরুশহরে। মুখ্যমন্ত্রীর মসনদে সচিন পাইলটকে (Sachin Pilot ) পছন্দ নয় সিংহভাগ বিধায়কের।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 25 Sep 2022, 11:22 pm
এক সমস্যা শেষ হতে না হতেই নয়া বিপাকে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মসনদে সচিন পাইলটকে (Sachin Pilot ) পছন্দ নয়। দলের এই সিদ্ধান্তের বিরোধিতায় ইস্তফা দেওয়ার ঘোষণা ৯২ জন বিধায়কের (Rajasthan Congress MLAs)। রবিবার রাতেই বিধানসভার স্পিকার সিপি জোশীর (CP Joshi) বাসভবনে পদত্যাগপত্র জমা দিতে পৌঁছে গিয়েছেন বিদ্রোহীরা। এদের সঙ্গে রয়েছেন কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক শোভারানি কুশহা (Shobha Rani Kushwaha)। একসঙ্গে এত বিধায়কের পদত্যাগে সরকাত পতনের জোগাড়।
EiSamay.Com Ashok Gehlot


অশোক গেহলট (Ashok Gehlot) কংগ্রেস প্রেসিডেন্ট হলে রাজস্থানের হাল ধরবে কে! সেই নিয়ে এদিন পরিষদীয় দলের বৈঠক ছিল, তার মধ্যেই বিধায়কদের পদত্যাগে নয়া সংকটে সরকার। হাইকম্যান্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একসঙ্গে এত বিধায়কের পদত্যাগে মুখ পুড়ল হাত শিবিরের। অন্যদিকে, কুর্সি সংকটে রাতেই অশোক গেহলটের বাড়িতে বৈঠকে মল্লিকার্জুন খারগে, সচিন পাইলট অজয় মাকেনের (Ajay Maken) মতো কেন্দ্রীয় নেতারাও। বিদ্রোহ সামাল দিতে রাতেই বিদ্রোহী নেতাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলার নির্দেশ সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ।

Ashok Gehlot : 'অনুরোধ রাখেননি রাহুল', কংগ্রেস সভাপতি পদে লড়ছেন গেহলটই

দলে এক পদ, এক ব্যক্তি নিয়ম রাখতে গিয়ে প্রথমেই বড় ধাক্কা খেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজস্থানের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সচিন পাইলটের নাম সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গেহলট পন্থীরা। তাদের দাবি সচিন পাইলট ছাড়া অন্য যে কোনও কাউকে মুখ্যমন্ত্রী পদে তারা মানতে পারেন কিন্তু পাইলট নন।

২০২০ সালে দলের অন্দরে বিদ্রোহ করে উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়েন সচিন পাইলট। গেহলট বিক্ষুব্ধ গোষ্ঠীর এই তরুণ নেতাকে দায়িত্ব দিয়ে রাজস্থান কংগ্রেসের ঘরের কোন্দল থামানোর পথে হাঁটতে পারে কংগ্রেস নেতৃত্ব। সামনে বছরই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজস্থানে গড়ে অশান্তি।

Congress President Election: কংগ্রেস সভাপতি নির্বাচনে ত্রিমুখী লড়াই? প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছাপ্রকাশ বর্ষীয়ান নেতার

শুক্রবারই কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছেন অশোক গেহলট। তবে, কংগ্রেস সভাপতি হওয়ার জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে প্রথমে নারাজ ছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। গত সপ্তাহে বিধায়কদের বৈঠক ডেকে নিজের শক্তিও একপ্রস্থ প্রদর্শনও করেন তিনি। তবে দলে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে চলতে হবে বলে স্পষ্ট বার্তা দেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অবস্থান বদলে বাধ্য হন গান্ধী পরিবারের আস্থাভাজন এই নেতা। তবে এবার গৃহযুদ্ধ সামাল দিয়ে গড় রক্ষা করতে মরুশহরে কঠিন চ্যালেঞ্জের মুখে হাত শিবির।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর