অ্যাপশহর

'পুলিশি সন্ত্রাস চলছে, UP-তে অবিলম্বে জারি হোক রাষ্ট্রপতি শাসন'

কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব এক বিবৃতিতে বলেন, 'উত্তরপ্রদেশে গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। চারিদিকে আতঙ্কের বাতাবরণ। সাধারণ মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না যোগী সরকার।'

EiSamay.Com 28 Dec 2019, 9:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাল কংগ্রেস। শনিবার লখনউতে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির সঙ্গে দেখা করতে গিয়ে ব্যাপক পুলিশি বাধার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। এমনকী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এর পরই যোগীরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সোচ্চার হয় সোনিয়া গান্ধীর দল।
EiSamay.Com up
ফাইল ছবি


কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, 'উত্তরপ্রদেশে গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। চারিদিকে আতঙ্কের বাতাবরণ। সাধারণ মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না যোগী সরকার। বিক্ষোভকারিদের ওপরে নির্যাতন চালাচ্ছে রাজ্যের পুলিশ। এমনকী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করছে কংগ্রেস। সেইসঙ্গে অবিলম্বে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।'

সিএএ বিরোধী আঁতের মধ্যেই শনিবারে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির সঙ্গে দেখা করতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের বাধার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। দু'জায়গায় তাঁর পথ আটকায় পুলিশ। সে সেময় তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। সমস্ত পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির সঙ্গে দেখা করলেন তিনি। এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। যোগী শাসনে উত্তরপ্রদেশে পুলিশি জোর জুলুম চলছে বলে তোপ দাগেন তিনি।

গত ১৯ ডিসেম্বর সিএএ বিরোধী আন্দোলন ঘিরে হিংসাত্মক ঘটনা ঘটেছিল লখনউতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকর্মী দারাপুরিকে গ্রেফতার করে পুলিশ। এ দিন বিকেলে ধৃত সমাজকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল প্রিয়াঙ্কার। পুলিশের বাধার জেরে গাড়ি ছেড়ে এক সময় বাইকে করে গন্তব্যেরে পথে রওনা দেন তিনি। তাতেও সমস্যা মেটেনি। যার জেরে বাধ্য হয়ে হন্টন শুরু করেন।

আরও পড়ুন: রণংদেহী প্রিয়াঙ্কা, আড়াই কিমি হেঁটে পৌঁছলেন ধৃত সমাজকর্মীর বাড়ি

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল