অ্যাপশহর

সিদ্ধান্তে অটল রাগা! পার্টির অন্দরে জল্পনা অস্থায়ী সভাপতি নিয়ে

দলীয় সূত্রের খবর, কংগ্রেসের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি দেখা করতে পারেন রাহুল গান্ধীর সঙ্গে। তিনি যাতে সভাপতির দায়িত্ব থেকে সরে না যান, তা বুঝিয়ে বলা জন্যেই এই সাক্ষাত্‍ বলে মনে করা হচ্ছে।

EiSamay.Com 11 Jun 2019, 12:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের দায় স্বীকার করে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তাঁর সেই সিদ্ধান্তকে সমর্থন করেনি। সাময়িকভাবে দলের সিদ্ধান্ত মেনে নিলেও, নিজের সিদ্ধান্ত থেকে এখনও পুরোপুরি সরে আসেননি রাগা।
EiSamay.Com congress considers naming interim president if rahul gandhi sticks to his decision
পার্টির অন্দরে জল্পনা অস্থায়ী সভাপতি নিয়ে



ফলে রাহুল গান্ধী যদি শেষ পর্যন্ত অনড় থাকেন তাঁর সিদ্ধান্তে, সেক্ষেত্রে দলকে দ্বিতীয় কোনও নেতার নাম ভাবতে হবে দলীয় সভাপতির পদে। দলের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে, এমন পরিস্থিতিতে ‘অস্থায়ী সভাপতি’ মনোনীত করতে পারে কংগ্রেস। সংগঠিত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলীয় নেতাদের সভাপতিত্ব করতে পারেন নব নিযুক্ত ‘অস্থায়ী সভাপতি’।

দলীয় সূত্রের খবর, কংগ্রেসের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি দেখা করতে পারেন রাহুল গান্ধীর সঙ্গে। তিনি যাতে সভাপতির দায়িত্ব থেকে সরে না যান, তা বুঝিয়ে বলা জন্যেই এই সাক্ষাত্‍ বলে মনে করা হচ্ছে। শুধু দলের দায়িত্বই নয়, রাহুল গান্ধীকে লোকসভায় দলীয় নেতার দায়িত্ব নেওয়ার জন্যেও জোর দিচ্ছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। আগামী ১৭ জুন থেকে শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এতদিন লোকসভায় কংগ্রেসের দলীয় নেতা ছিলেন মল্লিকার্জুন খারগে। কিন্তু বিগত লোকসভা নির্বাচনে তিনি হেরে যাওয়ায়, এই পদ এখন খালি।




খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল