অ্যাপশহর

স্ত্রীর অনিচ্ছায় মিলন বৈবাহিক ধর্ষণ, বিচ্ছেদের পক্ষে যথেষ্ট: হাইকোর্ট

বৈবাহিক সম্পর্কে ধর্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শোনাল কেরালা হাইকোর্ট... বৈবাহিক সম্পর্কে জোর খাটিয়ে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণের মান্যতা দিল আদালত...

EiSamay.Com 6 Aug 2021, 6:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৈবাহিক ধর্ষণ নিয়ে ঐতিহাসিক রায় কেরালা হাইকোর্টের। বিবাহের পরও নারীর ইচ্ছের বিরুদ্ধে যৌনসম্পর্ক স্থাপনকে ধর্ষণেরই মান্যতা দিল আগালত। এদিন বিবাহ পরবর্তীতেও যৌনজীবন এমনকি যৌনাচারের সংজ্ঞা নির্ধারণ করে দেয় কেরালা আদালতের দুই বিচারপতির বেঞ্চ। শুক্রবার বিবাহবিচ্ছেদের একটি কেসের শুনানিতে কেরালা হাইকোর্ট বলে, স্ত্রীয়ের ইচ্ছের বিরুদ্ধে জোর খাটিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা অথবা যেকোনও যৌনাচারই Marital Rape। বিবাহবিচ্ছেদের জন্য এটাই যথেষ্ট কারণ হতে পারে বলে পর্যবেক্ষণ Justice A Muhammed Mustaque এবং Justice Kauser Edappagath-এর ডিভিশন বেঞ্চের।
EiSamay.Com marital-rape


১২ বছর ধরে চলা একটি পুরনো মামলার শুনানিতে নতুন করে বিবাহিত মহিলাদের অধিকারের সংজ্ঞা নির্ধারিত হল । নারীর সম্মানকেই অগ্রাধিকার দিয়ে কেরালা আদালত বলে, 'অন্যান্য সম্পত্তির মতো বিয়ের পর স্ত্রীয়ের উপর আলাদা করে কোনও অতিরিক্ত অধিকার জন্মায় না। বউয়ের ইচ্ছের বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন বা যৌনাচার আসলে ধর্ষণ। এই আচরণ আসলে নিষ্ঠুরতার সমান।' আদালতের মতে, দাম্পত্য সম্পর্কেও ইচ্ছের বিরুদ্ধে যৌনতায় বাধ্য করা ধর্ষণই। তবে এই ধরনের আচরণের কোনও শাস্তি না দেওয়া গেলেও স্ত্রীয়ের উপর স্বামীর নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্য়াতন হিসেবেই পরিগণিত হবে কোর্টে এবং বিবাহবিচ্ছেদের জন্য উপযুক্ত কারণ হিসেবে একে গ্রহণ করবে কোর্ট।

বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন স্ত্রী। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর চিকিৎসক এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী স্বামী। কোর্ট মামলার শুনানির সময়ে লক্ষ্য করে এই ব্যক্তির কাছে স্ত্রী বিয়েতে পাওয়া যৌতুক, গয়নার মতো আরেকটি অর্জিত সম্পদের মতো। শুনানির দলিলে উঠে আসে বৈবাহিক যৌনতাও। তাতেই ফিরে আসে বৈবাহিক ধর্ষণের প্রসঙ্গ। স্বামীর বিচ্ছেদের আবেদন খারিজের আর্জিকে মান্যতা না গদিয়ে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, 'নারীর সম্মানকে অগ্রাধিকার দিয়ে তাঁর শারীরিক বা মানসিক অধিকারকে আমাদের সম্মান করতেই হবে। আইন এবং দণ্ডবিধি বৈবাহিক ধর্ষণকে অপরাধের স্বীকৃতি না দিলেও একে নির্যাতনের আওতাভুক্ত করে বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করা যেতেই পারে। '

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল