অ্যাপশহর

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অভিযানে শ্রীলঙ্কার নৌকো থেকে মিলল ১০০ কেজি মাদক

নিহত চার জইশ জঙ্গি পাকিস্তানের নাগরিক। বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে বৃহস্পতিবার কাকভোরে সাম্বা সেক্টর দিয়ে ভারতে ঢুকেছিল। নিহতদের কাছ থেকে পাঁচটি একে-৪৭, ছ'টি একে-৫৬ রাইফেল মিলেছে। এ ছাড়াও ছিল তিনটি পিস্তল, ১৬ একে ম্যাগাজিন, এক প্যাকেট আরডিএক্স, ২০টি চিনা হ্যান্ড গ্রেনেড, ছ'টি UBGL গ্রেনেড এবং ২০ কেজি বিস্ফোরক।

EiSamay.Com 25 Nov 2020, 1:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: থুতুথুডি অভিযান চালাবার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল হেরোইন বোঝাই একটি শ্রীলঙ্কার নৌকা। ওই নৌকা থেকে উদ্ধার করা গিয়েছে প্রায় ১০০কেজি হেরোইন। বুধবার বাহিনীর এক আধিকারিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপকূলে অভিযান চালনো হচ্ছে। আর সেই অভিযানের পরই এমন পদক্ষেপে সাফল্য মিলল।
EiSamay.Com Indian coast Guard
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী


এক আধিকারিক জানিয়েছেন, শ্রীলঙ্কার ও নৌকাটি পাকিস্তানের করাচি থেকে রওনা হয়েছিল। নৌকা থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক পশ্চিম দেশগুলিতে ও অস্ট্রেলিয়ায় পাচার করার মতলবে ছিল। পাকিস্তান শুধু জিহাদ-ই রপ্তানি করে না, সঙ্গে মাদকও পাচার করে তারা। আর এর ব্যবহার করেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে ফান্ড দিতে থাকে পাকিস্তান, এমনটাই দাবি তাঁর।

জানা গিয়েছে, ওই লঞ্চের মধ্যে থেকে ১০০কেজি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ২০টির মতো ছোট ছোট বাক্সে ছিল সিন্থেটিক মাদক, পাঁচটি ৯ এমএম পিস্তল । তবে তাতে কোনও গোলাবারুদ বা স্যাটেলাইট ফোনের হদিশ পাওয়া যায়নি। এও জানা গিয়েছে, এই সব কিছু নৌকার খালি হয়ে যাওয়া জ্বালানি ট্যাঙ্কের ভিতর লুকোনো ছিল।

আটক করা নৌকার ক্যাপেটন-সহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থুতুথুড়ি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, ওই বন্দরটির আগে নাম ছিল তুতিকোরিন। পরে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে থুতুথুড়ি। এও জানা গিয়েছে, আটক নৌকাটির মালিক শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের নেগোম্বোর বাসিন্দা আলেঁসু কুট্টিগে সিনহা দীপথা সানি ফ্রান্সিসকো।

জইশ শিবির থেকে ১৫০ মিটার লম্বা সুড়ঙ্গ দিয়ে ভারতে ঢুকেছিল জঙ্গিরা!

অন্যদিকে, নগরোটা এনকাউন্টার নিয়ে যত তল্লাশি-তদন্ত করা হচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আনছে গোয়েন্দারা। এদিন গোয়েন্দারা জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান থেকে প্রায় ১৫০ ফুট লম্বা টানেলের মধ্যে দিয়ে উপত্যকায় প্রবেশ করছে সন্ত্রাসবাদীরা। বিএসএফের ডিরেক্টর জেনারেল রাকেস আস্তানা জানিয়েছেন, ওই সুড়ঙ্গে হামাগুড়ি দিয়েই জইশ শিবির থেকে অনুপ্রবেশ করছে জঙ্গিরা। নগরোটা এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদীরাও সেই সুড়ঙ্গ দিয়েই সামীন্তের এপারে অনুপ্রবেশ করেছিল। এই ঘটনার পরই পাক সীমান্ত সাম্বা ও রাজৌরি সেক্টরে কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি করা হয়েছে।

১৭৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট রাখোর জানিয়েছেন, ওই সুরঙ্গ থেকে খাবারের প্য়াকেট, জলের বোতল, বিস্কুট, কেক ই্যাদি মিলেছে। আর সেগুলিসবই পাকিস্তান থেকে কেনা। এমনকি পাকিস্তান থেকে কেনা ওই প্যাকেটগুলিতে মে মাস পর্যন্ত মেয়াদ লেখা রয়েছে। মনে করা হচ্ছে, ওই সময় থেকেই সুরঙ্গ দিয়ে প্রবেশ করেছিল সন্ত্রাসবাদীরা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল