অ্যাপশহর

কেলেঙ্কারি! সুপ্রিম নির্দেশে তদন্তের মুখোমুখি প্রাক্তন CBI প্রধান

কয়লার ব্লক বণ্টন নিয়ে দুর্নীতির মামলায় সিবিআই-এর প্রাক্তন প্রধান রঞ্জিত সিনহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

EiSamay.Com 23 Jan 2017, 4:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কয়লার ব্লক বণ্টন নিয়ে দুর্নীতির মামলায় সিবিআই-এর প্রাক্তন প্রধান রঞ্জিত সিনহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
EiSamay.Com coal scam case supreme court orders probe against former cbi chief ranjit sinha
কেলেঙ্কারি! সুপ্রিম নির্দেশে তদন্তের মুখোমুখি প্রাক্তন CBI প্রধান


বিশেষ বিচার বিভাগীয় প্যানেলের রিপোর্টের ভিত্তিতে সোমবার প্রাক্তন সিবিআই প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি এমবি লোকুরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ।

সিন্‌হার বিরুদ্ধে মূলত অভিযোগ, কয়লার ব্লক বণ্টন সংক্রান্ত দুর্নীতির যে তদন্ত সেসময় চলছিল, সিবিআই-এর শীর্ষ পদে থেকে তিনি তা প্রভাবিত করার চেষ্টা করেছেন।

তদন্তের নির্দেশের কারণ হিসবে সুপ্রিম কোর্ট জানায়, রঞ্জিত সিন্‌হা নিজের পদের অপব্যবহার করেছেন। যে কারণে অভিযোগের তদন্ত হওয়া উচিত। শীর্ষ আদালত মনে করে, সিবিআই তাদের প্রাক্তন বসের বিরুদ্ধে নিরপেক্ষ ভাবেই তদন্ত করবে।

এ জন্য সিবিআই-এর বর্তমান ডিরেক্টর অলোক ভর্মাকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই তদন্ত কমিটিতে কারা থাকছেন, কবে প্রাক্তন সিবিআই কর্তার বিরুদ্ধে তদন্ত শেষ হবে, তা শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল