অ্যাপশহর

রেলবোর্ডে নয়া চেয়ারম্যানের ফতেয়ায় ত্রাহি ত্রাহি কর্মীদের

রেলবোর্ডের নতুন চেয়ারম্যান হওয়ার পর বোর্ডের সদস্য এবং আধিকারিকদের সাত দফা নির্দেশ জারি করেছেন অশ্বিনী লোহানি৷

Ei Samay 29 Aug 2017, 11:35 am
অরিন্দম বন্দ্যোপাধ্যায় ■ নয়াদিল্লি
EiSamay.Com cmd ashwani lohani named railway board chairman
রেলবোর্ডে নয়া চেয়ারম্যানের ফতেয়ায় ত্রাহি ত্রাহি কর্মীদের

রেলবোর্ডের নতুন চেয়ারম্যান হওয়ার পর বোর্ডের সদস্য এবং আধিকারিকদের সাত দফা নির্দেশ জারি করেছেন অশ্বিনী লোহানি৷ সূত্রের খবর , খুলে ফেলতে হবে অফিসে লাগানো নেমপ্লেট , কাজ করতে হবে মাঠে ঘাটে নেমে , প্রয়োজনে ছুটির দিনেও অফিসে আসতে হবে , টেবিলে ফাইল না জমিয়ে দ্রুত কাজ শেষ করতে হবে , নেওয়া যাবে না কোনও উপহার , ব্যবহার করা যাবে না সরকারি প্রটোকল , নিতান্ত জরুরি না হলে সরকারি কাজে যাওয়া যাবে না বিমানে , যেতে হবে ট্রেনেই৷ লোহানির এই সাত দফা কড়া দাওয়াইয়ের পর রেলভবনে ফিসফাস , ‘এভাবে কতদিন চলবে ?’ রেলে ঘুঘুর বাসা ভাঙতেই কড়া দাওয়াই দিতে শুরু করেছেন রেলবোর্ডের নতুন চেয়ারম্যান , এমনটাই মনে করছেন রেল মন্ত্রকের অধিকাংশ আমলা৷ অধস্তন সহকর্মীদের কাছে লোহিনীর ঘোষণা , ভারতীয় রেলের প্রতিটা জোনে টিকিট কনফার্ম করার জন্য ব্যবহূত ইমারজেন্সি কোটা সিস্টেমকেও ঢেলে সাজাবেন তিনি৷

এতে স্পষ্ট , যে কোনও দুর্ঘটনার বিষয়ে দায় নিতে হবে রেলের উচ্চপদস্থ আধিকারিকদেরও৷ সাত বছর আগে যেখানে শেষ করেছিলেন , সেখান থেকেই শুরু করলেন অশ্বিনী৷ সাত বছর আগে তিনি ছিলেন রেলবোর্ডের সদস্য এবং দিল্লি জোনের দায়িত্বপ্রান্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার৷ এর পর এয়ার ইন্ডিয়া -সহ বিভিন্ন সংস্থায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর ফের তিনি পুরোনো সংস্থায়৷ একের পর এক ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রকের পরিকাঠামো নিয়ে যখন প্রশ্ন উঠেছে , পদত্যাগ করতে হয়েছে তাঁর পূর্বসূরি , এমনকী পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন খোদ রেলমন্ত্রীই , এই অবস্থায় চ্যালেঞ্জটা যে কঠিন , ভালোই জানেন লোহানি৷ তাই কড়া দাওয়াই দিয়েই শুরু হল দ্বিতীয় ইনিংস৷

রেলবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় বৈঠকে লোহানি ডেকেছিলেন নয়াদিল্লিতে রেলবোর্ডে আট বছরের কম সময় কর্মরত আধিকারিকদের সকলকে৷ ছিলেন রেল মন্ত্রকের শীর্ষ আমলারাও৷ তাঁদের সামনে লোহানি দায়িত্ব এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরেন৷ রেলের শীর্ষ আমলাদের কাছে তাঁর বার্তা , নিজ নিজ ক্ষেত্রে যাত্রী -নিরাপত্তা সুনিশ্চিত করতে কী করা উচিত , তা নিয়ে রিপোর্ট দিন অবিলম্বে৷ তবে , নয়া চেয়ারম্যানের এই নির্দেশের পর ক্ষোভ জমতে শুরু করেছে রেল মন্ত্রকে৷ এয়ার ইন্ডিয়ায় সিএমডি থাকাকালীন ঠিক এই নীতিই নিয়েছিলেন লোহানি৷ ছুটির দিনে কাজ করানো নিয়ে এয়ার ইন্ডিয়ার কিছু আধিকারিক প্রাথমিক ক্ষোভ জানালেও পরে তারা মেনে নিয়েছিলেন৷ রেলের ক্ষেত্রেও তাই হবে বলে লোহানির বিশ্বাস৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল