অ্যাপশহর

ত্রিপুরায় গুলিতে খুন সাংবাদিকের মা-কে ভরসা দিলেন মমতা, দেবেন চাকরিও

সুদীপের পরিবারকে সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 28 Nov 2017, 8:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় রাষ্ট্রীয় রাইফেলস-এর কনস্টেবলের গুলিতে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ছেলেকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। সুদীপের পরিবারের হাতে সরকারের তরফে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন সব্যসাচী।
EiSamay.Com cm mamata offer job to tripura journalists son
ত্রিপুরায় গুলিতে খুন সাংবাদিকের মা-কে ভরসা দিলেন মমতা, দেবেন চাকরিও


আরও পড়ুন: ​ সাংবাদিক হত্যার প্রতিবাদে সম্পাদকীয় কলম সাদা, ত্রিপুরায় দ্রোহকাল

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধাননগরের মেয়র ও দলের উত্তর-পূর্বাঞ্চলের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত মঙ্গলবার ত্রিপুরার ইন্দ্রনগরে সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে যান। সুদীপের মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।সুদীপের পরিবারকে সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ​ ত্রিপুরায় খবর করতে গিয়ে খুন টিভি সাংবাদিক

সুদীপের মা পুতুল রানি দত্ত ভৌমিকের কথায়, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুদীপের ছেলেকে সরকারি চাকরি দেবেন বলেছেন।’গত ২১ নভেম্বর আগরতলা থেকে ২০ কিলোমিটার দূরে আরকে নগরে গুলি করা হত্যা করা হয় সুদীপকে। অভিযোগ, দ্বিতীয় ত্রিপুরা রাষ্ট্রীয় রাইফেলস-এর এক কনস্টেবল গুলি করেন ওই সাংবাদিককে।

আরও পড়ুন: ​ ফের ত্রিপুরা, গুলি করে হত্যা সাংবাদিককে

নিহত সাংবাদিকের সহকর্মী সুবল দে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ত্রিপুরা রাষ্ট্রীয় রাইফেলস-এর এক কমান্ডারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুদীপ। সেখানেই কম্যান্ডারের অফিসের বাইরে এক দেহরক্ষীর সঙ্গে তীব্র বচসা হয় সুদীপের। সে সময়ই ওই দেহরক্ষী সুদীপকে গুলি করেন বলে অভিযোগ তাঁর সহকর্মীর।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল