অ্যাপশহর

১০-এ ৯.১ পাওয়ায় রেল লাইনে আত্মঘাতী IX-এর ছাত্র

স্কুলের পরীক্ষায় ১০-এর মধ্যে ৯.১ পেয়েছিল ক্লাস IX-এর ছাত্র ধামুল্লুরি বিনয়। সেই দুঃখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল অন্ধ্রপ্রদেশের এই কিশোর।

EiSamay.Com 12 Apr 2017, 11:54 am
এই সময় ডিজিটাল ডেস্ক: স্কুলের পরীক্ষায় ১০-এর মধ্যে ৯.১ পেয়েছিল ক্লাস IX-এর ছাত্র ধামুল্লুরি বিনয়। সেই দুঃখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল অন্ধ্রপ্রদেশের এই কিশোর। মেধাবী এই ছাত্রের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
EiSamay.Com 10
১০-এ ৯.১ পাওয়ায় রেল লাইনে আত্মঘাতী IX-এর ছাত্র


বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কাভালি টাউনের বাসিন্দা ধামুল্লুরি বিনয়। পরীক্ষায় ভালো ফল করলেও আরও ভালো করার চাপ ছিল তার পরিবারের তরফে। সেই চাপ সহ্য করতে না পেরেই সে এমন সিদ্ধান্ত নিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাড়ির লোকেদের বক্তব্য স্কুলের অতিরিক্ত চাপের জন্যই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় ১৪ বছরের এই কিশোর। দোষ যারই হোক, নেহাতই অকারণে অকালে চলে গেল একটা তাজা প্রাণ।

সোমবার গীতাঞ্জলী ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষার ফল বেরোয়। সেখানে ১০-এর মধ্যে ৯.১ পায় ওই ছাত্র। ১০-এ ১০ না পাওয়ায় সে সারাদিন চুপচাপ ছিল। মঙ্গলবার সকালে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে সে আত্মহত্যা করে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে আরপিএফ।



খবরটি ইংরাজিতে পড়তে Click করুন.



# Failing to score 10/10, 'meritorious' class IX girl Dhamulluri Vinay killed herself

# Family members accuse school of pressurising her to score 10/10

# A case of unnatural death has been filed by the Railway Protection Force

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল