অ্যাপশহর

শাহের সফরে রক্তাক্ত কাশ্মীর, গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত দুধওয়ালা

Jammu and Kashmir-এর নিরাপত্তা খতিয়ে দেখতে তিনদিনের সফরে উপত্যকায় Amit Shah। তার মাঝেই আবারও জঙ্গি হামলা। নিহত এক সাধারণ নাগরিক...

EiSamay.Com 24 Oct 2021, 1:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: Union Home Minister Amit Shah-এর সফরের মাঝেই আবারও রক্তাক্ত উপত্যকা। কাশ্মীরে চলছে সন্ত্রাস দমন অভিযান। তার মাঝেই রবিবার আবারও জঙ্গি হামলা। Terrorists ও CRPF-এর গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল এক সাধারণ নাগরিকের। ঘটনাটি ঘটেছে জম্মু -কাশ্মীরের সোপিয়ানের বাবাপোরা ও জাইনাপোরা অঞ্চলে। জানা গিয়েছে, নিহত ব্যক্তি পেশায় দুধওয়ালা। নাম শাহিদ আহমেদ।
EiSamay.Com indian army


CRPF সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০ নাগাদ টহল দেওয়ার সময় আচমকাই হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সোপিয়ানেপ বাবাপোরা অঞ্চলে অতর্কিত এই হামলার জবাবে পাল্টা গুলি চালায় CRPF জওয়ানরা। জঙ্গি-নিরাপত্তারক্ষী গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক সাধারণ নাগরিকের। পরে ওই মৃত ব্যক্তির ছেলে তাঁর বাবার দেহ শনাক্ত করে।

অমিত শাহের মিশন কাশ্মীর! ৩৭০ ধারা রদের পর প্রথমবার উপত্যকায় স্বরাষ্ট্রমন্ত্রী

৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবারই সেখানে পৌঁছান Union Home Minister Amit Shah। একইসঙ্গে শ্রীনগরে রাজভবন চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজভবনের আশপাশের ২০ কিমি অঞ্চল পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মোড়া। আগামী তিন দিন এখানেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সফর উপলক্ষে দিল্লি থেকে ১০ কোম্পানি CRPF এবং ১৫ কোম্পানি BSF টিমকে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। গোটা উপত্যকায় নিরাপত্তায় বাড়তি জোর। তারই মাঝে এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

সম্প্রতি উপত্যকায় জঙ্গি সক্রিয়তা বেড়ে যাওয়ার খবর মিলেছিল। জঙ্গিদের হাতে মারা যান ১৩ জন সাধারণ নাগরিক। এর পরই ভারতীয় সেনার একের পর এক অভিযানে আটক ৭০০ জন সন্দেহভাজন। রবিবার ১৪ তম সন্ত্রাস দমন অভিযান চলার সময়ও ঘটে বিপত্তি। পুঞ্চে অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় ২ পুলিশকর্মী সহ এক সেনা জওয়ান।

'পুনর্বিন্যাস, নির্বাচন, পূর্ণ রাজ্য', কাশ্মীরবাসীদের 'ক্রোনলজি' বোঝালেন শাহ

সন্ত্রাসবাদী নিকেশে কড়া ভারতীয় সেনা। চলতি মাসে এই নিয়ে জঙ্গি হামলার ঘটনায় মোট ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু ঘটল। এই ১১ জনের মধ্যে মধ্যে পাঁচ জন পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের এই মনোভাবে স্পষ্ট পরিযায়ী শ্রমিকদের কাশ্মীর থেকে তাড়াতে চাইছে জঙ্গিরা। একইসঙ্গে এই হামলার ফলে সাধারণ মানুষের মনেও তৈরি হয়েছে ভয়। উপত্যকাবাসীদের আশ্বস্ত করতে শনিবার ইউথ ক্লাবের সঙ্গে বৈঠকে অমিত শাহ বলেন, 'কাশ্মীরের যুবদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি।' তরুণ প্রজন্মের একাধিক কাশ্মীরিকে মগজ ধোলাই করে সন্ত্রাসবাদের পথে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সে ক্ষেত্রে অমিত শাহের এই মন্তব্য যে তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে, তা বলাই বাহুল্য।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল