অ্যাপশহর

নাগরিকত্ব বিল: রাজ্যসভাতেই আসল অগ্নি পরীক্ষা 'সংখ্যালঘু' মোদী সরকারের

সংসদের উচ্চকক্ষের ২৪৫ জন সদস্যের মধ্যে অন্তত ১২৩ জনের সমর্থন আদায় করতে হবে মোদী সরকারকে। কিন্তু এখানে এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই।

EiSamay.Com 10 Dec 2019, 2:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয় বারের জন্য নির্বাচনে জিতে কেন্দ্রে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আর সেই সংখ্যার জোরেই সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে অসুবিধা হয়নি মোদী সরকারের। কিন্তু বিতর্কিত এই বিলকে আইনের রূপ দিতে কি আদৌ সফল হবে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি। কারণ বিলটিকে এখনও রাজ্যসভায় পাশ করাতে হবে। আর সংসদের নিম্নকক্ষের মতো উচ্চকক্ষে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। সেক্ষেত্রে রাজ্যসভাতেই প্রকৃত অর্থে মোদী সরকারের 'অগ্নি পরীক্ষা' হতে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
EiSamay.Com cab
রাজ্যে রাজ্যে চলছে প্রতিবাদ


তুমুল হইচইয়ের মধ্যে এদিন সকালে লোকসভায় আলোচনার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, 'এই বিলটি সংখ্যালঘু স্বার্থবিরোধী। এই বিল সংবিধানের রচয়িতা আম্বেদকরের আদর্শের বিরোধী বলে মন্তব্য করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, সভার অভ্যন্তরে নাগরিকত্ব বিলের প্রতিলিপি ছিঁড়ে বিতর্কে জড়ান হায়দরাবাদের সাংসদর তথা AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ খণ্ডন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, '০.০০১% এর জন্যও কোনও সংখ্যালঘুর বিরোধী নয় এই বিল।'

এমনই তীব্র আক্রমণ , পালটা আক্রমণের মধ্যে টানা ১২ ঘণ্টার বিতর্কের পরে রাত সোমবার রাত ১২টা নাগাদ বিলের ওপরে ভোটাভুটি হয়। আর তাতে হাসি ফোটে শাসক শিবিরের নেতাদের মধ্যে। কারণ বিলের পক্ষে ৩১১টি ভোট পড়েছে। অন্যদিকে, বিপক্ষে ভোট দিয়েছেন ৮০ জন সাংসদ। এই ফলাফল ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা।

নাগরিকত্ব সংশোধনী বিলকে পরিণত করতে সেটি এখন রাজ্যসভায় পাশ করাতে হবে মোদী সরকারকে। খুব শীঘ্রই সেটি রাজ্যসভায় পেশ করা হবে বলে জানা গিয়েছে। সংসদের উচ্চকক্ষের ২৪৫ জন সদস্যের মধ্যে অন্তত ১২৩ জনের সমর্থন আদায় করতে হবে মোদী সরকারকে। কিন্তু এখানে এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে বিতর্কিত এই বিল পাশ করাতে গেলে সমমনোভাবাপন্ন দলগুলির সমর্থন প্রয়োজন সরকারের। যদিও বিজেপির দাবি, বিলটি রাজ্যসভায় পাশ করানোর মতো সাংসদের সমর্থন তাদের পক্ষে আছে।

আরও পড়ুন: বিরোধীদের আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ বিতর্কিত নাগরিকত্ব বিল

এক্ষেত্রে বিজেপির শিবিরে পক্ষে স্বস্তি হল বিজেডিকে নিয়ে। কারণ এই বিলে সমর্থনের কথা ঘোষণা করেছে ওডিশার শাসকদল। এ ছাড়াও আরও অনেকে তাদের পাশে দাঁড়াবে বলে আশাবাদী পদ্ম শিবির। যদিও হাল ছাড়তে নারাজ বিরোধীরাও। সরকারকে বিপাকে ফেলতে বিরোধী দলগুলি যে একযোগে চেষ্টা চালাবে, তার ইঙ্গিত ইতোমধ্যে পাওয়া গিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল