অ্যাপশহর

ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ, করোনা আতঙ্কে সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ

পুণেতে প্রথম করোনা-আক্রান্ত হন দুবাই-ফেরত এক দম্পতি। পরে তাঁদের মেয়ে, মুম্বই বিমানবন্দর থেকে তাঁদের পুণেতে নিয়ে আসা ক্যাবের চালক ও বিমানের এক সহযাত্রীর দেহে করোনার চিহ্ন মিলেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জয়পুরে আরও এক জনের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে।

EiSamay.Com 11 Mar 2020, 10:21 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার পর জম্মুতেও সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আর যাতে করোনা আতঙ্কের সংখ্যা না বাড়ে তার জন্য নয়া পন্থা অবলম্বন করলেন জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কনশাল।
EiSamay.Com করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব
করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব


ভারতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫। পরে তা বেড়ে হয়েছে ৬২। নতুন করে যাঁদের সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে আট জন কেরলের, তিন জন কর্নাটকের, পাঁচ জন মহারাষ্ট্রের পুণের। এই প্রথম করোনা ছড়াল মহারাষ্ট্রে। তবে বাকিদের মধ্যে করোনার প্রভাব যাতে না ছড়ায় তার জন্য ৩১ মার্চ পর্যন্ত সিনেমা হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রোহিত কনশাল। কারণ ভিড়ের মধ্যে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সবথেকে বেশি থাকে৷ তাই ৩১ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

ইতোমধ্যে বান্দিপোরা, বারামুলা, শ্রীনগর, বদগাঁও জেলায় সমস্ত প্রাথমিক স্কুলগুলি চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। কেরালার শবরীমালা মন্দির খুলছে ১৩ মার্চ। ত্রিবাঙ্কুর দেবশ্বম বোর্ডের প্রেসিডেন্ট এন বাসু আয়াপ্পা-ভক্তদের আর্জি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা যেন মন্দিরে না-আসেন। তিনি বলেন, 'ভক্তদের আটকানো হবে না, কিন্তু এটা অনুরোধ'।

মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত মাদ্রাসা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও টিউশন ক্লাস। তবে অষ্টম-নবম শ্রেণির পরীক্ষা ও দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষা চলবে। কেরলের সমস্ত সিনেমা হলও বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। সরকারের পরামর্শ, বিয়েবাড়িতেও বেশি ভিড় না-হওয়াটাই বাঞ্ছনীয়।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নালিশ দেখে অভিযান পার্ক সার্কাস স্টেশনে

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল