অ্যাপশহর

বিজেপি যুবনেতার বেনজির ফতোয়া! তদন্তভার নিয়ে আলিগড়ে গেল CID

বিজেপি-র যুব নেতা যোগেশ ভারষ্ণের খোঁজে বুধবার রাতেই আলিগড়ের উদ্দেশে রওনা দিল সিআইডি-র একটি বিশেষ টিম।

EiSamay.Com 12 Apr 2017, 11:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিজেপি-র যুব নেতা যোগেশ ভারষ্ণের খোঁজে বুধবার রাতেই আলিগড়ের উদ্দেশে রওনা দিল সিআইডি-র একটি বিশেষ টিম। বীরভূমের বোলপুর থানায় বিজেপির এই যুব নেতার বিরুদ্ধে অভিযোগে দায়ের প্রেক্ষিতে এদিনই মামলার তদন্তভার হাতে নিয়েছে রাজ্য গোয়েন্দা পুলিশ।
EiSamay.Com cid probe ordered into bjp activists bounty offer for mamatas head
বিজেপি যুবনেতার বেনজির ফতোয়া! তদন্তভার নিয়ে আলিগড়ে গেল CID


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনজির ফতোয়া দিয়ে সমাজের সর্বস্তর থেকে ধিক্কৃত হন আলিগড়ের বিজেপি যুবমোর্চা নেতা যোগেশ ভারষ্ণে। যোগশ ঘোষণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কাটতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার মিলবে। বিজেপি নেতার এহেন ফতোয়ার পরেই তীব্র সমালোচনা শুরু হয় দেশজুড়ে।

বুধবার সংসদে জিরো আওয়ারে তৃণমূল সাংসদ সৌগত রায় প্রসঙ্গটি তুললে, তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। কংগ্রেস থেকে বিএসপি, সংসদে কেউই এদিন বিজেপিকে ছেড়ে কথা বলেনি। বিজেপি যুবনেতা যোগেশ ভারষ্ণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। সপা সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের কটাক্ষ, 'এই সরকার গোরুকে রক্ষা করতে পারে। মহিলাকে পারে না?' তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও।

অস্বস্তি ঢাকতে বিজেপি জানায়, দু-বছর আগেই যুবমোর্চা থেকে যোগেশকে বহিষ্কার করা হয়েছে। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুকতার আব্বাস নাকভি বলেন, 'এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার এর বিরুদ্ধে যা ইচ্ছে আইনি পদক্ষেপ করতে পারে।'

এদিকে, বাংলার বুদ্ধিজীবী মহলও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল