অ্যাপশহর

লড়াই শেষ, কপ্টার দুর্ঘটনায় প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

সাতদিনের লড়াই শেষ। কপ্টার দুর্ঘটনায় উদ্ধার হওয়া একমাত্র জীবিত সদস্য বরুণ সিং প্রয়াত। ৮ ডিসেম্বর তামিলনাড়ু যাওয়ার পথে CDS Bipin Rawat ও ১৩ জন বাকি সদস্যদের সঙ্গে অভিশপ্ত কপ্টারে ছিলেন Group Captain Varun Singh-ও।

EiSamay.Com 15 Dec 2021, 1:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন Varun Singh। চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে একমাত্র জীবিত অবস্থায় তাঁকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। ৯০ শতাংশ শরীর পুড়ে গিয়েছিল তাঁর। গুরুতর জখম অবস্থায় বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে এদিন লড়াই শেষ হল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। এর সঙ্গে কপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।
EiSamay.Com varun singh


বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সেনার চপার। নীলগিরি পাহাড়ের উপর চা বাগানে ভেঙে পড়ে MI 17 চপার। মৃত্যু হয় সেনা প্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ মোট ১৩ জনের। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্য়ুর খবরে টুইটে শোকজ্ঞাপন করেছেন PM Narendra Modi। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তিনি লিখেছেন, 'Group Captain Varun Singh আমাদের দেশের গর্ব। ওঁর সেবা, ত্যাগ সারা দেশ মনে রাখবে। ক্যাপ্টেনের প্রয়াণের খবরে আমি অত্যন্ত বেদনাহত। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।'



চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্যের প্রয়াণের খবর পেয়ে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি টুইটে লেখেন, 'গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণের খবরে আমি মর্মাহত। ওঁর অমূল্য অবদান গোটা দেশের কাছে চিরস্মরণীয়। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।'



'কখনও আশা ছেড়ো না। আরও চেষ্টা করতে পারতাম ভেবে কখনও বিছানায় শুতে যেও না।' ‘শৌর্য চক্র’ পদক পাওয়ার পর এই ভাষাতেই চিঠি লিখে ছাত্রদের উজ্জীবিত করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন Varun Singh। সেই হার না মানা ইচ্ছেশক্তিতেই গত সাতদিন লড়াই চলেছে যমে মানুষে। কিন্তু, শেষ পর্যন্ত মিথ্যে হয়ে গেল সমস্ত প্রচেষ্টাই। ভারতীয় বায়ুসেনা আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গত অগাস্টে শৌর্য চক্র পুরস্কার পেয়েছেন। গত বছর এক বিমান হানার সময় যুদ্ধ বিমান তেজসের গুরুত্বপূর্ণ ও নিরাপদ ল্যান্ডিংয়ের জন্য এই পুরস্কার তাঁকে দেওয়া হয়। বুধবার ওয়েলিংটন থেকেই সুলুর গিয়েছিলেন বরুণ সিংহ। জেনেরেল রাওয়াতকে নিয়ে ফিরছিলেন তিনি। বরুণ সিংহের পৈতৃক ভিটে উত্তরপ্রদেশের পূর্বপ্রান্তে দেওরিয়া জেলায়। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের বাবা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কোলোনেল কেপি সিংহ। রাজ্য কংগ্রেসের নেতা অখিলেশ প্রতাপ সিংহ তাঁর কাকা। ঘটনার দিন কর্নেল কেপি সিংহ এবং তাঁর স্ত্রী উমা দেবী মুম্বইতে তাঁদের ছোট ছেলে নৌ সেনা আধিকারি লেফটেন্যান্ট কমান্ডার তনুজ সিংহের বাড়িতে ছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল