অ্যাপশহর

নীল রঙের আধার কী ও কেন জরুরি, জানুন...

বিশদ জানতে ক্লিক করুন।

EiSamay.Com 5 Mar 2018, 7:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলেও যে আধার কার্ড লাগবে, কেন্দ্রের তরফে এই নির্দেশ আগেই জারি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির কয়েক'টি স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে আধার কার্ড লাগছে।
EiSamay.Com children aged less than 5 years to get blue baal aadhaar
নীল রঙের আধার কী ও কেন জরুরি, জানুন...


শুক্রবার UIDAI ট্যুইট করে জানিয়েছে, অনূর্ধ্ব পাঁচ শিশুদের জন্য সম্পূর্ণ ভিন্ন আধার কার্ড হচ্ছে। যাকে বলা হচ্ছে, 'বাল আধার'।

নীল রঙের এই আধার কার্ডে শিশুদের বায়োমেট্রিকের বিশদ কিছু থাকছে না। শুধু একটি ছবি লাগবে। যে কারণে বাচ্চার বয়স পাঁচ পেরোলে আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে। বাচ্চার সাত বছরের মধ্যে 'বাল আধার' আপডেট না-করালে, শাস্তির মুখেও পড়তে হতে পারে।

​​UIDAI সূত্রে খবর, শুধু পাঁচ পেরোলেই নয়, পনোরোতে পা দেওয়ার পরেও পুনরায় আধার ভেরিফিকেশন করিয়ে নিতে হবে।

সুপ্রিম কোর্টে আধার বিতর্কের মীমাংসা এ অবধি না-হলেও, পরিষেবার জন্য আধার সংযুক্ত করার মেয়াদ যে আর বাড়ছে না, এ সম্পর্কিত একটি আবেদন খারিজ করে শীর্ষ আদালত তা স্পষ্ট করে দিয়েছে। অর্থাত্‍‌ ব্যাংকিং, মোবাইল-সহ অন্যান্য পরিষেবা পেতে ৩১ মার্চের মধ্যে আধার সংযোগ করাতে হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল