অ্যাপশহর

১৪ বছর পর খুলল গ্রামের প্রাথমিক স্কুল, কেন জানেন?

বিজাপুর জেলার পাদমোর গ্রামটিকে লক্ষ্য করে বহু অপরাধমূলক কাজ চালায় মাওবাদীরা। ১৯৬৪ সালে তৈরি হওয়া প্রাথমিক স্কুলটিকে ভেঙে দেয় তারা।

EiSamay.Com 26 Jul 2019, 1:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৪ বছর পর স্কুলের ক্লাসে ঢুকে সবার মুখে একগাল হাসি। বহু বছর পর আবার পড়া-পড়া- খেলা। প্রায় ১৪ বছর পর, বুধবার, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত পাদমোর গ্রামের প্রাথমিক স্কুল খুলল। উপস্থিত ছিল স্থানীয় ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারাও।
EiSamay.Com dip


জেলা হেডকোয়ার্টার থেকে ২৫ কিমি দূরে এই স্কুলটি বন্ধ করে দেোয়ার হুমকি দিয়েছিল মাওবাদীরা। ২০০৫-০৬ সাল থেকে মাওবাদীদের হামলা ও হুমকির ভয়ে বন্ধ করে দিতে হয় এই প্রাথমিক স্কুলটি। মাওবাদীদের ভয়ে গ্রামছাড়া হন বহু গ্রামবাসীও। বিজাপুর জেলার পাদমোর গ্রামটিকে লক্ষ্য করে বহু অপরাধমূলক কাজ চালায় মাওবাদীরা। ১৯৬৪ সালে তৈরি হওয়া প্রাথমিক স্কুলটিকে ভেঙে দেয় তারা। ২০১২ সালে গ্রামের বাড়িতে ফিরলেও স্কুলমুখী করা যায়নি গ্রামবাসীদের। প্রতিনিয়ত স্কুলে না যাওয়ার হুমকিতে প্রাথমিকে স্কুলের গণ্ডি পেরোত না পড়ুয়ারা। পরে বন্ধ স্কুলটি খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। বুধবার গ্রামের প্রধান গোন্ডে সোমু ও গাঙ্গুলুরুর সরপঞ্চ মঙ্গল রাণা গ্রামের প্রাথমিক স্কুলটি ফিতে কেটে ফের উদ্বোধন করেন। হাসি ফুটে উঠে ছোট্ট ছোট্ট পড়ুয়ারাও।

এখনও পর্যন্ত ৫২জন স্কুল পড়ুয়া অ্যাডমিশন নিয়েছে। তাঁদের দেওয়া হয়েছে বই-খাতা, স্কুলের ইউনিফর্ম, নোটবুক ও শিক্ষার অন্যান্য সরঞ্জাম। এছাড়া খেলার কিঠছু জিনিসপত্র ও দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। চালু হবে মিড ডে মিলের ব্যবস্থাও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল