অ্যাপশহর

ছত্তীসগঢ়ে সহকর্মীর গুলিতে হত CAF জওয়ান, জখম আরও ৩

সূত্রের খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ বীজাপুরের ফারসেগঢ়ের সিএএফ ক্যাম্পে শুটিংয়ের ঘটনাটি ঘটে। কোনও কারণে নিজেদের মধ্যে অশান্তি হয়। সেসময় দয়াশঙ্কর শুক্লা নামে সিএএফের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে আচমকা গুলি চালিয়ে দেন।

EiSamay.Com 2 Feb 2020, 12:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সহকর্মীর ছোড়া গুলিতে নিহত হলেন ছত্তীসগঢ় আর্মড ফোর্স (CAF)-এর এক জওয়ান। গুলিতে গুরুতর জখম আরও ৩ জওয়ান। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বীজাপুরে।
EiSamay.Com image-1575458809169000-cb4fr75hqy


সূত্রের খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ বীজাপুরের ফারসেগঢ়ের সিএএফ ক্যাম্পে শুটিংয়ের ঘটনাটি ঘটে। কোনও কারণে নিজেদের মধ্যে অশান্তি হয়। সেসময় দয়াশঙ্কর শুক্লা নামে সিএএফের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে আচমকা গুলি চালিয়ে দেন।

ঘটনাস্থলেই নিহত হন রবিরঞ্জন নামে এক জওয়ান। জখম অন্য তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মহম্মদ শরিফ নামে আর এক জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক।

বস্তারের ইনস্পেক্টর জেনারেল (IG) অফ পুলিশ পি সুন্দরারাজ এদিন রাতে জানান, ঘটনার পর দয়াশঙ্কর শুক্লা নিজেও সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরের খবর