অ্যাপশহর

Chennai BJP Leader jail: নাবালিকাকে ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোয় 'বিজেপি কর্মীর' ২০ বছরের জেল

Chennai-র নাবালিকাকে ধর্ষণ এবং পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়ার মামলায় ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে এক বিজেপি কর্মী রয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা। এছাড়াও সাজা হয়েছে এক পুলিশ ইন্সপেক্টর এবং একজন সাংবাদিকের। নির্যাতিতার সৎ মা-বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আদালত সাজা ঘোষণা করতেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

EiSamay.Com 28 Sep 2022, 10:42 am
নাবালিকাকে ধর্ষণ এবং পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়ার মামলায় ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ। সাজাপ্রাপ্তদের মধ্যে একজন বিজেপি কর্মী রয়েছেন বলে দাবি স্থানীয়দের। এছাড়াও একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন সাংবাদিককের বিরুদ্ধেও সাজা ঘোষণা করেছে আদালত। সাজাপ্রাপ্ত জি রাজেন্দ্রম বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া এনোরে থানার সাসপেন্ডেড পুলিশ ইন্সপেক্টর সি পুগালেন্ধি এবং সাংবাদিক ভিনোবাজি-র বিরুদ্ধেও সাজা ঘোষণা করেছে আদালত। এই তিনজনের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্যাতিতার সৎ মা-বাবা সহ আট জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার চেন্নাইয়ের বিশেষ পকসো আদালতের তরফে এই রায় ঘোষণা হতেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে কড়া ভাষায় বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা। অন্যদিকে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব।
EiSamay.Com Jail
প্রতীকী ছবি


Ankita Bhandari News : 'আমার ছেলে সহজ সরল', সাফাই অঙ্কিতা খুনে অভিযুক্তের বাবার
২০২০-তে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ এবং তাকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়ার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হল। ঘটনার তদন্তে নেমে ২১ জনকে গ্রেফতার করেছিল চেন্নাই পুলিশ। এই মামলায় চারজন এখনও পলাতক। এছাড়া মামলা চলাকালীন মৃত্যু হয় একজনের। নির্যাতিতার মা-র অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছিল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৫৬০ পাতার চার্জশিট বিশেষ পকসো আদালতে জমা দিয়েছিলেন তদন্তকারীরা।

Ankita Bhandari : বেআইনি কারবার ফাঁসের ভয়ে খুন অঙ্কিতা? বুলডোজার ভাঙল BJP নেতার ছেলের রিসর্ট
সম্প্রতি ঋষিকেশের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারির খুনের মামলায় নাম জড়িয়েছে উত্তরাখণ্ডের বৃহিষ্কৃত বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিতের। বছর উনিশের অঙ্কিতাকে খুনের অভিযোগে পুলকিত ও তার দুই সঙ্গীকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রিসর্টে আসা বিশেষ অতিথিদের ‘স্পেশাল সার্ভিস’ দেওয়ার জন্য অঙ্কিতাকে চাপ দিচ্ছিলেন পুলকিত (Pulkit Arya)। রিসর্টের আড়ালে তাঁর এই অনৈতিক কাজের পর্দাফাঁস করে দেওয়ার কথা বলতেই খুন করা হয় অঙ্কিতাকে। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানছেন না উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্য। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই আলাদা থাকত পুলকিত। নিজের কাজ নিয়েই সে ব্যস্ত থাকত। দেশজুড়ে যখন অঙ্কিতার জন্য সুবিচারের দাবি উঠছে, তখন নিজের ছেলের জন্য ন্যায় চেয়েছেন বহিষ্কৃত BJP নেতা।

Ankita Bhandari Case : ডুবে মৃত্যু অঙ্কিতার, শরীরে একাধিক আঘাতেরও উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে
অন্যদিকে এই ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর কথায়, “এটাই বিজেপির আসল সংস্কৃতি। তাঁরা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। বিজেপি মেয়েদের ভোগ্যপণ্য মনে করে। মহিলাদের তাঁরা দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চায় বিজেপি।”

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল