অ্যাপশহর

ভূমিকম্প-বিস্ফোরণেও অটুট থাকবে চেনাব নদীর ওপর বিশ্বের উচ্চতম ব্রিজ

কাশ্মীরে চেনাব নদীর ওপর নির্মীয়মাণ ব্রিজ মোকাবিলা করতে পারবে আট ম্যাগ্নিচিউড পর্যন্ত ভূমিকম্প। অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণেও কিছু হবে না বিশ্বের উচ্চতম এই সেতুর।

EiSamay.Com 13 Nov 2017, 12:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে চেনাব নদীর ওপর নির্মীয়মাণ ব্রিজ মোকাবিলা করতে পারবে আট ম্যাগ্নিচিউড পর্যন্ত ভূমিকম্প। অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণেও কিছু হবে না বিশ্বের উচ্চতম এই সেতুর। এরকমই শক্তিশালী প্রযুক্তি ব্রিজে বসানো হচ্ছে বলে রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
EiSamay.Com chenab bridge worlds highest can withstand quakes blasts railway official
ভূমিকম্প-বিস্ফোরণেও অটুট থাকবে চেনাব নদীর ওপর বিশ্বের উচ্চতম ব্রিজ


জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর ওপর তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম এই ব্রিজ। চেনাব নদী থেকে৩৫৯ মিটার ওপরে অবস্থিত এই ব্রিজ হবে আইফেল টাওয়ারের থেকেও উঁচু। আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার। অর্থাত্‍ আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার উঁচু হবে এই সেতু। গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে রেলপথে জুড়বে এই সেতু।

কিন্তু ১২৫০ কোটি টাকার এই প্রকল্প সন্ত্রাসবাদী হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। তাই এমন প্রযুক্তি এখানে বসানো হচ্ছে, যাতে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণেও এর কিছু হবে না। ভূমিকম্প-প্রবণ কাশ্মীরে রিখটার স্কেলে ৮ মাত্রা পর্যন্ত কম্পনেও অটুট থাকবে এই ব্রিজ। এমনই জানিয়েছেন রেলবোর্ডের সদস্য (ইঞ্জিনিয়ারিং) এম কে গুপ্তা।

ব্রিজটি ১,৩১৫ মিটার লম্বা। এই প্রথমবার ভারতে কংক্রিট দিয়ে পূর্ণ করা স্টিলের আর্চ সেতু তৈরিতে ব্যবহার করা হচ্ছে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথের অন্যতম হবে এই ব্রিজ।


# The arch bridge, a part of an ambitious railway project connecting Kashmir to the rest of the country, will have a "security setup" against possible terror threats and quakes.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল