অ্যাপশহর

১ সেন্টিমিটার/সেকেন্ড গতিবেগে ১৪দিন চন্দ্রপৃষ্ঠে ঘুরবে রোভার 'প্রজ্ঞান'

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বিক্রম নামবে অনেকটা পাখির পালকের মতো করে। এই অবতরণের জায়গা নির্ধারণ করা হবে, একদম শেষ মুহূর্তের ছবি দেখে। চাঁদে পা রাখার ১৫ মিনিটের মধ্যেই প্রথম ছবিটি পাঠাবে বিক্রম।

EiSamay.Com 7 Sep 2019, 1:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আর একঘণ্টাও নয়, শুক্রবার মধ্যরাত ১-৫৩ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার বিক্রম। ইতিহাস গড়বে ভারত। কারণ, প্রথম কোনও চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে। স্বভাবতই ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে গোটা দেশেরই এখন নজর চন্দ্রযান-২ এর দিকে।
EiSamay.Com LANDER


ইতিহাসের সাক্ষী থাকতে ইতিমধ্যেই ইসরোর দফতরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতীয় সময় শুক্রবার রাত ১-৪০ মিনিট থেকে ১-৫৫ মিনিটের মধ্যে চাঁদে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বিক্রম নামবে অনেকটা পাখির পালকের মতো করে। এই অবতরণের জায়গা নির্ধারণ করা হবে, একদম শেষ মুহূর্তের ছবি দেখে। চাঁদে পা রাখার ১৫ মিনিটের মধ্যেই প্রথম ছবিটি পাঠাবে বিক্রম।

'চন্দ্র অভিযানের আতঙ্কের শেষ ১৫ মিনিট', উদ্বেগের প্রহর গুনছেন ইসরো প্রধান

ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ল্যান্ডারের পেট থেকে বেরোবে রোভার- প্রজ্ঞান। যার ওজন ২৭ কেজি। শুরু হবে চাঁদ নিয়ে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের নয়া গবেষণা। ইসরো সূত্রে খবর, এই প্রজ্ঞানের আয়ু মাত্র ১৪দিন। এই চোদ্দটা দিনে চন্দ্রপৃষ্ঠে ঘুরবে ছ-চাকার রোভার প্রজ্ঞান। গতিবেগ হবে, সেকেন্ডে ১ সেন্টিমিটার।

'চন্দ্র অভিযানের আতঙ্কের শেষ ১৫ মিনিট', উদ্বেগের প্রহর গুনছেন ইসরো প্রধান

প্রজ্ঞানের জন্য জায়গাও নির্ধারিত। ৫০০ মিটার এলাকাজুড়ে হবে তার গতিবিধি। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রজ্ঞান চাঁদের বিবর্তন জানাবে। যা, পৃথিবীর বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা দিতে পারে। পাঠাবে চাঁদে জলীয় বাষ্প সম্পর্কিত খঁটিনাটি তথ্যও। এ ছাড়া, চাঁদের মাটিতে মৌল ও খনিজসম্পদ নিয়েও গবেষণা চালাবে রোভার।

পরের খবর