অ্যাপশহর

রাজধানীতে এসে নেতাদের সঙ্গে চন্দ্রবাবুর ঝোড়ো বৈঠক

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢঙে সংসদের সেন্ট্রাল হলে বসে একের পর এক বিরোধী রাজনৈতিক দলের নেতা ও সাংসদের সঙ্গে বৈঠক করলেন তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু৷

EiSamay 4 Apr 2018, 12:49 pm
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com chandrababu naidu to meet opposition leaders in delhi
রাজধানীতে এসে নেতাদের সঙ্গে চন্দ্রবাবুর ঝোড়ো বৈঠক


তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢঙে সংসদের সেন্ট্রাল হলে বসে একের পর এক বিরোধী রাজনৈতিক দলের নেতা ও সাংসদের সঙ্গে বৈঠক করলেন তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু৷ তফাতের মধ্যে, অন্ধ্রের মুখ্যমন্ত্রী ডান-বাম সকলের সঙ্গেই কথা বলেছেন৷ শরদ পাওয়ারের সঙ্গে মিনিট পনেরোর বৈঠক করেছেন৷ তৃণমূলের দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ’ব্রায়েনের সঙ্গে মিনিট কুড়ি ধরে কথা বলেছেন৷ এ ছাড়া বাম সাংসদ মহম্মদ সেলিম, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সিপিআই-এর ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, অকালির হরসিমরত কাউর, এডিএমকে-র মৈত্রেয়ন সহ বিভিন্ন নেতা ও সাংসদের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ আলোচনা শেষ করার পর চন্দ্রবাবু নাইডুর জানিয়েছেন, আমি আমার নিজের রাজ্য অন্ধ্র প্রদেশ ছাড়া এই মুহূর্তে আর কিছু ভাবছি না৷

মোদী সরকার অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় আমরা সরকার ও এনডিএ ছেড়েছি৷ এখানে সকলের সঙ্গে কথা হয়েছে৷ আমি অন্ধ্রের স্বার্থরক্ষা করার জন্য সকলের সাহায্য চাই৷ অর্থাৎ, বিকল্প জোট গঠনের আগে অন্ধ্র প্রদেশের স্বর্থকে সুরক্ষিত করতে বেশি চিন্তিত চন্দ্রবাবু৷ তবে বিরোধী দলগুলির সঙ্গে এ ভাবে কথা বলে রাজনৈতিক পরিস্থিতিটাও যাচাই করে গেলেন এই ঝানু রাজনীতিবিদ৷ মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়েও চন্দ্রবাবু সকলের সঙ্গে কথা বলেছেন৷ প্রায় সব বিরোধী দল তেলুগু দেশমের আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করেছে৷ তৃণমূল নেতা ডেরেক ও ’ব্রায়েন বলেছেন, অনাস্থা প্রস্তাব সমর্থন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রবাবু৷ মহম্মদ সেলিমও বলেছেন, মূল কথাটা হয়েছে অনাস্থা প্রস্তাব নিয়ে৷ সেই সঙ্গে চন্দ্রবাবু জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশন ২০১১ সলের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির আর্থিক সাহায্য ও দবিদাওয়ার বিচার করবে ঠিক করায় দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্য ক্ষতিগ্রস্ত হবে৷ এটা নিয়ে তিনি আঞ্চলিক দলগুলির সঙ্গে কথা বলবেন৷ ইতিমধ্যেই ডিএমকে নেতা স্ট্যালিন এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল