অ্যাপশহর

Chandigarh University Hostel Video: চণ্ডীগড়কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পড়ুয়াকে ব্ল্যাকমেলে অভিযুক্ত সেনা কর্মী

Chandigarh University ‘leaked’ Video Case ভিডিয়ো কেসে চতুর্থ অভিযুক্ত পুলিশের জালে। তিন মহিলা সদস্যের সিট গঠনের পর থেকে দ্রুত চলছে তদন্ত। অভিযুক্ত ছাত্রীর ফোনের ব্ল্যাকমেল কলের সূত্র ধরে তদন্তে নামতেই চাঞ্চল্যকর তথ্য। মামলায় এবার জুড়ল সেনাও।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 22 Sep 2022, 11:33 am
চণ্ডীগড়কাণ্ডে (Chandigarh University ‘leaked’ Video Case) তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ভিডিয়োকাণ্ডে নাম জড়াল এক সেনাকর্মীর। মামলায় ইতিমধ্যে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ দুই অভিযুক্ত। তাদের জেরা করে পুলিশ জানিয়েছেন এই মামলার জাল অনেক দূর ছড়ানো। এই তিন জন বাদেও ঘটনায় যুক্ত চতুর্থ ব্যক্তি। এবার তদন্তকারীদের হাতে সেই চতুর্থ অভিযুক্তও।
চন্ডীগড়ের ঘটনার প্রতিবাদে সরব পড়ুয়ারা


পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো নিয়ে হুমকি ও ব্ল্যাকমেল করে পড়ুয়াদের কাছে যে ফোন আসত সেই সূ্ত্র ধরে তদন্তকারীদের জালে চতুর্থ অভিযুক্ত। তিনি একজন সেনা জওয়ান (Indian Army)। জম্মুর কোনও সেনা ছাউনিতে কর্মরত। তাঁর নাম মোহিত কুমার। পঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা তিনি।

Chandigarh University Hostel MMS: চণ্ডীগড়কাণ্ডে গ্রেফতার অভিযুক্তের প্রেমিকও, প্রকাশ্যে এল আসল ঘটনা

জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতারির আগে ওয়ার্ডেন যখন জিজ্ঞাসাবাদ করছিলেন তখন বারবার একটি বিশেষ নম্বর থেকে মেয়েটির ফোনে ফোন আসছিল। পরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ নম্বরটি খতিয়ে দেখলে দেখা যায় তাতে ধৃত রঙ্কেজ ভার্মার প্রোফাইল পিকচার লাগানো ছিল এবং সেই নম্বর থেকে লাগাতার ফোন থেকে ভিডিয়োগুলি ডিলিট করে দেওয়ার হুমকি আসছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নম্বরটি কোনও মোহিত কুমারের নামে রেজিস্টার্ড। ঠিকানায় পৌঁছতে জানা যায় সে একজন সেনা জওয়ান।

Trending News: হবু স্ত্রীয়ের নগ্ন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়! ঝাঁটার বাড়ি মেরে খুন চিকিৎসককে

ভারতীয় জওয়ানের নাম জড়াতে তদন্তে এবার সামিল আর্মি ইনটেলিজেন্স। এই মামলায় মোহিত কুমারের ভূমিকা খতিয়ে দেখছে তারা। কিভাবে চণ্ডীগড় ইউনিভার্সিটি (Chandigarh University Hostel MMS) পড়ুয়ার সঙ্গে যোগাযোগ হল তাঁর? জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা । অন্যদিকে, এই মামলায় সিমলা থেকে গ্রেফতার রঙ্কেজ ভার্মার ভাইয়ের দাবি, তাঁর দাদাকে মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর দাদার প্রোফাইল পিকচার ক্লোন করে ব্।বহার করা হয়েছে এই মামলায়। এই মামলায় যেসব ফোন নম্বরের খোঁজ মিলেছে তাঁর একটিও অভিযুক্ত একজের নয় বলে দাবি অভিযুক্তের ভাইয়ের।

Shimla Hotels: মধ্যরাতে ওয়েটারকে সিগারেট-খাবার আনার নির্দেশ, না শোনায় গুলি চালালেন অতিথি

শনিবার চণ্ডীগড় ইউনিভার্সিটিতে (Chandigarh University in Punjab Mohali ) মেয়েদের হস্টেলে (Ladies Hostel) ৬০ জন ছাত্রীর স্নানের সময় নগ্ন ভিডিয়ো বানানোর অভিযোগ ওঠে। এমনকী ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দায়ের হয় এফআইআর। এই ঘটনা নজরে আসতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। রাতভর চলে বিক্ষোভ। প্রধান অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সিমলা থেকে গ্রেফতার করা হয় মেয়েটির প্রেমিক সানি মেহতা ও ৩১ বছরের রঙ্কেজ ভার্মা নামে আরও এক ব্যক্তি। নজরে এল চতুর্থ অভিযুক্ত।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর