অ্যাপশহর

কেজরি বনাম কেন্দ্র: মেট্রো-বিতর্ক অব্যাহত

নিরাপত্তা সুনিশ্চিত করার কারণেই যে দিল্লি সরকার মহিলাদের জন্য এই বিনামূল্যে বাস ও মেট্রো ভ্রমণের প্রকল্প নিয়ে আসার পরিকল্পনা করছে তা জানিয়ে ইমেলের মাধ্যমে রাজধানীর অধিবাসীদের নিজের নিজের মতামত জানাতে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

EiSamay.Com 1 Jul 2019, 1:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকার সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, দিল্লি মেট্রোতে ও সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ করানোর কোনও পরিকল্পনা তাদের নেই৷ এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী। এরপরেও নিজেদের আগের পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে আম আদমি পার্টি৷ দলের সর্বময় কর্তা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে, তাঁদের এই প্রস্তাবিত প্রকল্পকে এখনই আস্তাকুঁড়ে ফেলে দিচ্ছেন না, তার প্রমাণ পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নির্দেশে রাজধানীর মেট্রোতে বিজ্ঞাপনী পোস্টার লাগিয়ে পুরো বিষয়টিতে জনসাধারণের মতামত জানতে চাওয়া নিয়ে৷
EiSamay.Com kejri
অরবিন্দ কেজরিওয়াল


নিরাপত্তা সুনিশ্চিত করার কারণেই যে দিল্লি সরকার মহিলাদের জন্য এই বিনামূল্যে বাস ও মেট্রো ভ্রমণের প্রকল্প নিয়ে আসার পরিকল্পনা করছে তা জানিয়ে ইমেলের মাধ্যমে রাজধানীর অধিবাসীদের নিজের নিজের মতামত জানাতে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী পুরো বিষয়ে সরকারের আপত্তির কথা জানানোর কয়েকদিনের মধ্যেই রাতারাতি লাগানো হয়েছে এই বিজ্ঞাপনী পোস্টার৷ এর মাধ্যমে দলের অবস্থান স্পষ্ট করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁকে পূর্ণ সমর্থন জানিয়ে কেন্দ্রের অবস্থানের নিন্দা করেন আপ নেতা ও দিল্লি সরকারের মন্ত্রী গোপাল রাই৷ তাঁর কথায়, ‘মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই এই প্রকল্পের কথা ভাবা হয়েছে৷ কেন্দ্র বিরোধিতা করলেও আমরা প্রকল্প নিয়ে এগোনোর কথা ভাবতে পারি, যদি দিল্লিবাসী আমাদের পাশে দাঁড়ান এবং পুরো বিষয়ে নিজেদের উৎসাহের কথা খোলামনে জানান৷’

ঘটনা হল, দিল্লি সরকার ও কেন্দ্রের যৌথ অংশীদারিতে চলে মেট্রো, সেখানে একতরফা ভাবে দিল্লি সরকার কী ভাবে মহিলাদের ভ্রমণের প্রকল্পর কথা বলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল