অ্যাপশহর

দিল্লি নয়, আলাপন গেলেন নবান্নে, ব্যবস্থা নেবে কেন্দ্র

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ঘিরে উত্তাল রাজ্য থেকে জাতীয় রাজনীতি... কেন্দ্রের বদলির নির্দেশ সত্ত্বেও দিল্লি গেলেন না বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়... এরপর কী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র...

EiSamay.Com 31 May 2021, 12:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে জোর তরজা কেন্দ্র-রাজ্যের। কেন্দ্রের বদলির নির্দেশ না মেনে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে কর্মীবর্গ বিভাগে আলাপনকে রিপোর্ট করতে বলা হয়েছিল। কিন্তু সোমবার দিল্লি না গিয়ে সকালেই নবান্নে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay)। ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নবান্নে এদিন বেলা তিনটে থেকে একটি বৈঠক রয়েছে। তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বদলির নির্দেশ না মানায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ নিতে পারে কেন্দ্র।
বিধ্বস্ত দিঘা সৈকতে মমতা


'রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ জারি করার আগে রাজ্যের সঙ্গে কোনও কথাই হয়নি। কেন্দ্রের একতরফা নির্দেশে আমি হতভম্ব, স্তম্ভিত। এই নির্দেশ বেআইনি, নজিরবিহীন এবং অসাংবিধানিক। রাজ্যের জনস্বার্থে এই নির্দেশ প্রত্যাহার করা হোক।' চিঠিতে কলাইকুন্ডা বৈঠকের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন,'চারদিনের মধ্যে দুরকমের নির্দেশ। কেন এই নির্দেশ বদল বুঝিনি। আশা করি কলাইকুন্ডা বৈঠকের সঙ্গে এর কোনও যোগ নেই। যদি তাই হয়ে থাকে, তাহলে বলতে হবে এতে মানুষের জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে।'

কোভিড মোকাবিলার সঙ্গে সঙ্গে ইয়াস-উত্তর ত্রাণ-পুনর্বাসনের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকেই। তাই এমন অবস্থায় তিনি চলে গেলে প্রভাব পড়বে সেই কাজে। বদলির নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য। ' মমতার সংযোজন, 'আমাদের অনুরোধে মেয়াদ বাড়ানোর পরও রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হল কেন? এই নির্দেশিকা ১৯৫৪ সালের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ (ক্যাডার) নিয়মবিরুদ্ধ। অসাংবিধানিক। আমি আশা করছি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কোনও ক্ষতি চাইবেন না। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এর ফলে দেশজুড়ে সমস্ত আইএএস অফিসারদের মনোবল তলানিতে চলে যাবে এমন সিদ্ধান্ত আপনি নেবেন না।'

রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানোর নির্দেশ প্রত্যাহারের জন্য শনিবারই অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে জল্পনা চলছিল, কেন্দ্রের কর্মীবর্গ বিভাগের নির্দেশমতো রাজ্য সরকার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ অর্ডার দেয় কি না। রবিবারই নবান্ন সূত্রে পাওয়া খবরে স্পষ্ট হয়ে গিয়েছিল মুখ্যসচিবকে দিল্লি যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার।

১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় আট মাস ধরে বাংলার মুখ্যসচিব পদে দায়িত্ব সামলাচ্ছেন। মে মাসেই ৬০ পূর্ণ হওয়ায় তাঁর মুখ্যসচিব পদে কার্যকাল বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন করে সরকার। কেন্দ্র তাতে সম্মতি দেয় বলেও জানা গিয়েছিল। গত ২৪ মে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও তিন মাস বেড়েছে কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই মত পরিবর্তন কেন্দ্রের। আপাতত এই মাসের শেষদিন থেকেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করতে হবে তাঁকে। বাংলার কোভিড পরিস্থিতি থেকে প্রশাসনিক বিভিন্ন কাজ সুদক্ষভাবে পরিচালনা করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন তাঁর।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল