অ্যাপশহর

চাপের মুখে মেয়াদ বাড়াল কেন্দ্র, অ্যাকাউন্টে আধার যোগে আরও ৩ মাস

বুধবার কেন্দ্রের তরফে নোটিশে জানানো হয়েছে।

EiSamay.Com 13 Dec 2017, 7:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের নির্দিষ্ট সময়সীমা ফের পিছিয়ে দিল কেন্দ্র। এর আগে কেন্দ্র নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ আবশ্যিক। না-হলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
EiSamay.Com centre again extends deadline for aadhaar bank account linkage
চাপের মুখে মেয়াদ বাড়াল কেন্দ্র, অ্যাকাউন্টে আধার যোগে আরও ৩ মাস


প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ আইনে কেন্দ্রের নির্দেশ ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বিমা পলিসির সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক। ২০১৭ সালের ৩১ ডিসেম্বরই ছিল শেষ দিন। কিন্তু বুধবার কেন্দ্রের তরফে নোটিশে জানানো হয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সুযোগ পাবেন নাগরিকরা।
Extension of deadline till 31.3.18 for submission of Aadhaar number, and Permanent Account Number or Form 60 by client to the reporting entity https://t.co/9sYcRQlfEF — Ministry of Finance (@FinMinIndia) December 13,2017 গত সপ্তাহে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়াতে চায় কেন্দ্র।

প্রসঙ্গত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের কেন্দ্রীয় নির্দেশ অবৈধ ও অসাংবিধানিক বলে দাবি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল