অ্যাপশহর

সংস্কৃতের সাহায্যেই কথা বলা কম্পিউটার তৈরি করবে নাসা: কেন্দ্রীয় মন্ত্রী

বলেছেন, আয়ুর্বেদের জনক ঋষি চরক অণু ও পরমাণু প্রথম আবিষ্কার করেন৷ যার পিছনে ছিল তাঁর অক্লান্ত গবেষণা। তাঁর দাবি, নাসা খোদ সংস্কৃতের অবদানের কথা স্বীকার করেছে৷ ঋষি চরকের অবদানের কথা এই সভ্যতা ভুলে গেলেও, তাঁর আবিষ্কার অমর হয়ে রয়েছে৷

EiSamay.Com 11 Aug 2019, 2:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর মুখ থেকে এমন সব অত্যাশ্চর্য কথা এর আগেও বেরিয়েছে। তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। এবার তাঁর নতুন তত্ত্ব, নাসা যদি কোনও দিন কথা বলা কম্পিউটার তৈরি করতে পারে, তা হবে একমাত্র সংস্কৃত ভাষার জন্য৷ কারণ সংস্কৃত ভাষাই পৃথিবীর একমাত্র বৈজ্ঞানিক ভাষা।
EiSamay.Com pokhriyal
পোখরিয়াল


এখানেই অবশ্য তিনি থামেননি। বলেছেন, আয়ুর্বেদের জনক ঋষি চরক অণু ও পরমাণু প্রথম আবিষ্কার করেন৷ যার পিছনে ছিল তাঁর অক্লান্ত গবেষণা। তাঁর দাবি, নাসা খোদ সংস্কৃতের অবদানের কথা স্বীকার করেছে৷ ঋষি চরকের অবদানের কথা এই সভ্যতা ভুলে গেলেও, তাঁর আবিষ্কার অমর হয়ে রয়েছে৷

সংস্কৃত পৃথিবীর একমাত্র ভাষা, যা শুনে শুনে লেখা হত৷ এবং যা বলা হয়, তাই লেখা হয়ে যায়৷ আইআইটি বম্বের ৫৭ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য পোখরিয়ালের।

দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর শিক্ষাগত ডিগ্রি নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। নিজের নামের নামে ডক্টর ব্যবহার করলেও শ্রীলঙ্কার যে বিশ্ববিদ্যালয় থেকে উপাধি পাওয়ার দাবি করেন তিনি, সেই বিশ্ববিদ্যালয়ই বাস্তবে নেই। শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও জানিয়েছে, ওই নামে দেশে কোনও নথিভুক্ত বিশ্ববিদ্যালয়ই নেই।

পরের খবর