অ্যাপশহর

মান বাড়াতে দশম শ্রেণির পরীক্ষা আবশ্যিক করবে CBSE

ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, পাশ-ফেল প্রথা তুলে দিতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। শুধু তাই নয়, দশম শ্রেনিতে পরীক্ষা আবশ্যিক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

EiSamay.Com 21 Oct 2016, 8:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, পাশ-ফেল প্রথা তুলে দিতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। শুধু তাই নয়, দশম শ্রেনিতে পরীক্ষা আবশ্যিক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ ব্যাপারে দিল্লিতে ২৫ অক্টোবরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মানব সম্পদ বিকাশ মন্ত্রী প্রকাশ জাভাড়েকর।
EiSamay.Com cbse likely to make class 10 board exams compulsory again from 2018
মান বাড়াতে দশম শ্রেণির পরীক্ষা আবশ্যিক করবে CBSE


দশম শ্রেনিতে পরীক্ষা আবশ্যিকের পাশাপাশি পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার ব্যাপারে বহু রাজ্যও এক হয়েছে। বর্তমানে, এই বোর্ডে সমস্ত স্কুলের পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত পাশ-ফেল নেই। ফলে দশম শ্রেনির পরীক্ষায় অধিকাংশ ছাত্রছাত্রীই ফেল করে। মেধার মানের দিক থেকে এই বোর্ড সিসিই সিস্টেমের দশম শ্রেণির পাশের হারের তুলনায় বেশ খারাপ।

২০১৮ সাল থেকে দশম শ্রেণিতে পরীক্ষা আবশ্যিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল