অ্যাপশহর

ধর্ষণের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার

হিমাচল প্রদেশের কুখ্যাত কোঠারি ধর্ষণ মামলায় শিমলার প্রাক্তন পুলিশ সুপার ডি ডব্লিউ নেগিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল সিবিআই।

EiSamay.Com 17 Nov 2017, 12:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের কুখ্যাত কোঠারি ধর্ষণ মামলায় শিমলার প্রাক্তন পুলিশ সুপার ডি ডব্লিউ নেগিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল সিবিআই। আগামী ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
EiSamay.Com cbi arrests former shimla sp in himachal rape case
ধর্ষণের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার


এই পুলিশ সুপারকে নিয়ে মামলায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। খুব শীঘ্রই মামলায় চার্জ শিটও পেশ করবে তারা। কোঠারি থানায় পুলিশি হেফাজতে সুরজ সিং নামে এক নেপালি ড্রাইভারের মৃত্যু ঘিরে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সুরজ ছিল ১৬ বছরের এক নাবালিকার ধর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত। তার পরই এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয় হিমাচল প্রদেশ হাই কোর্ট।

মামলায় এখনও পর্যন্ত বহু বাই-প্রোফাইল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে পুলিশের ইনস্পেক্টর জেনারেল জেড এইচ জাইদি এবং পুলিশের ডেপুটি সুপার মনোজ জোশিও রয়েছেন। এ ছাড়াও কোঠারি থানার ৬ পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন পুলিশ সুপার নেগি-কে নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল