অ্যাপশহর

কর্নাটকী শিল্পীর 'বাতিল' কনসার্ট দিল্লিতেই, পাশে পেলেন কেজরিকে

অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণ সাগ্রহে গ্রহণ করেছেন এই কর্নাটকী শিল্পী।

EiSamay.Com 16 Nov 2018, 8:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার, নির্ধারিত দিনেই দিল্লিতে অনুষ্ঠান করবেন কর্নাটকী সংগীত শিল্পী টিএম কৃষ্ণ। সৌজন্যে আম-আদমি পার্টির সরকার। অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণ সাগ্রহে গ্রহণ করেছেন এই কর্নাটকী শিল্পী।
EiSamay.Com TM Krishna f


আগাম ঘোষণা অনুযায়ী, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আয়োজনে ১৭ নভেম্বর, শনিবার, দিল্লির নেহরু পার্কে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, অনুষ্ঠানের মাত্র কয়েকঘণ্টা আগে অনিবার্য কারণ দেখিয়ে এই কনসার্ট বাতিল করে দেয় উদ্যোক্তারা। যা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়। সমালোচনার মুখে পড়তে হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে।

শিল্পী অভিযোগ করেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার কারণেই বিজেপির রোষানলে পড়তে হয়েছে। তাঁকে ভারতী-বিরোধীর তকমা দেওয়া হয়। তাঁর দাবি, বিজেপির চাপেই এই অনুষ্ঠান শেষ মহূর্তে বাতিল ঘোষণা করে এয়ারপোর্ট অথরিটি। যদিও উদ্যোক্তারা এ নিয়ে মুখে কুলুপ আঁটেন।

বিষয়টি আমআদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গোচরে আসার পরেই তাঁর দলের পক্ষ থেকে শিল্পীকে বৃহস্পতিবারই আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিতে কুণ্ঠা করেননি টিএম কৃষ্ণ। ফলে, নির্ধারিত দিনেই কর্নাটকী এই শিল্পীর গান শুনতে পারবেন অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল