অ্যাপশহর

কংগ্রেসের শাসনে মধ্যপ্রদেশে CAA লাগু নয়, আশ্বাস কমলনাথের

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'মোদীজি ও অমিত শাহজি কী মনে করেন, আমরা মূর্খ? আমরা ওঁদের অভিপ্রায় বুঝি।' এদিন ভোপালে নাগরিকত্ব আইন বিরোধী একটি শান্তি মিছিল ছিল কংগ্রেসের। সংগঠনের রাজ্য সভাপতি হিসেবে এই মিছিলের নেতৃত্ব দেন। সেখানেই তিনি নিজের বক্তব্য পেশ করেন। মধ্যপ্রদেশ সরকার যে এনআরসি'রও বিরোধী, তা-ও তিনি স্পষ্ট করে দেন।

EiSamay.Com 26 Dec 2019, 3:42 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া নাগরিকত্ব আইন শুধু সমাজের নয়, দেশের সংবিধান ও ধর্মের পরিপন্থী বলেও উল্লেখ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। বুধবার রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, কংগ্রেস যতদিন মধ্যপ্রদেশে ক্ষমতায় থাকবে, জনবিরোধী এই আইন লাগু হতে দেবে না।
EiSamay.Com Madhya-Pradesh-CM-Kamal-Nath-781x441


কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'মোদীজি ও অমিত শাহজি কী মনে করেন, আমরা মূর্খ? আমরা ওঁদের অভিপ্রায় বুঝি।' এদিন ভোপালে নাগরিকত্ব আইন বিরোধী একটি শান্তি মিছিল ছিল কংগ্রেসের। সংগঠনের রাজ্য সভাপতি হিসেবে এই মিছিলের নেতৃত্ব দেন। সেখানেই তিনি নিজের বক্তব্য পেশ করেন। মধ্যপ্রদেশ সরকার যে এনআরসি'রও বিরোধী, তা-ও তিনি স্পষ্ট করে দেন।

মাথায় গান্ধী টুপি পরে এই শাম্তি মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী কমলনাথ। হাতে ছিল এনআরসি এবং সিএএ'র বিরোধিতা করে পোস্টার। কমলনাথের মন্ত্রিসভার সদস্যরাও শান্তি মিছিলে শামিল হয়েছিলেন। রংমহল টকিজ থেকে পুরনো বিধানসভা-মিন্টো হল পর্যন্ত এই মিছিল যায়।

কংগ্রেসের নেতা-কর্মী ছাড়াও নানা ভাষী নানা মতের সাধারণ মানুষও এই মিছিলে পা মেলান। হাতে ধরা পোস্টারে লেখা, 'নাগরিকত্ব পর ক্যায়সা সওয়াল, হাম সব ইসি মিট্টি কা লাল।' কোনটায় আবার লেখা: নো এনআরসি, নো সিএএ।

কমলনাথ বলেন, 'চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করছি। সংসদে যাচ্ছি। কিন্তু, আমার রাজনৈতিক জীবনে কখনও এনআরসি ও সিএএ-র মতো আইন দেখিনি।' তাঁর মতে, 'এই আইন ভারতের সংবিধানের উপর আক্রমণ।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল