অ্যাপশহর

রাষ্ট্রপতির জন্য সাজছে বাংলো

আর কিছুদিন পরই রাইসিনা হিলসের প্রাসাদোপম রাষ্ট্রপতি ভবন ছেড়ে প্রণব মুখোপাধ্যায়কে চলে আসতে হবে ১০ রাজাজি মার্গের দোতলা বাংলোয়৷

EiSamay.Com 18 Jun 2017, 1:21 pm
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com bungalow decorating for president pranab mukherjee
রাষ্ট্রপতির জন্য সাজছে বাংলো

আর কিছুদিন পরই রাইসিনা হিলসের প্রাসাদোপম রাষ্ট্রপতি ভবন ছেড়ে প্রণব মুখোপাধ্যায়কে চলে আসতে হবে ১০ রাজাজি মার্গের দোতলা বাংলোয়৷ সেই বাড়ি দ্রুত সাজানো গোছানো চলছে তাঁর জন্য৷ যাতে ওঠানামা করতে কোনও অসুবিধা না হয়, সে জন্য বাড়িতে লিফট বসানো হচ্ছে৷ রাষ্ট্রপতি ভবনের তুলনায় এই বাড়িকে খুবই ছোট মনে হতে পারে , কিন্ত্ত লুটিয়েন্স জোন বা মধ্য দিল্লির ভিভিআইপি এলাকায় ব্রিটিশ আমলে বানানো যে কতিপয় দোতলা বাড়ি রয়েছে , এটি তার মধ্যে একটি৷

এর আগে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ভবন থেকে এই বাড়িতেই এসেছিলেন৷ পরে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মাকে বাড়িটি থাকার জন্য দেওয়া হয়৷ কিন্ত্ত রাষ্ট্রপতি থাকার মেয়াদ শেষ হলে প্রণববাবু কোন বাড়িতে থাকবেন তার খোঁজ পড়ার পর এটাকেই সবথেকে উপযুক্ত মনে করেন নগরোন্নয়ন মন্ত্রকের অফিসাররা৷ মহেশ শর্মাকে বিষয়টি বলার সঙ্গে সঙ্গে তিনি এই বাড়ি ছেড়ে দিয়ে অশোক রোডে বিজেপি সদরদপ্তরের উল্টোদিকে একটি বাড়িতে চলে যান৷ নিয়মানুসারে পদের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি ভারতের যে কোনও এলাকায় সরকারি বাড়িতে থাকতে পারেন৷ দিল্লিতে হলে কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের বাড়িতে থাকেন , সেরকম বাড়ি তাঁর প্রাপ্য৷

সেই সঙ্গে জল , বিদ্যুতের সব খরচ সরকারই বহন করবে৷ তাঁর জন্য গাড়ি ও চালক থাকবে৷ নিজের অফিসের কাজ করার জন্য একজন সচিব ও পিওন সহ তিনজন কর্মী তিনি রাখতে পারবেন৷ তাঁদের বেতনও কেন্দ্র দেবে৷ তাছাড়া অফিসের খরচ মেটাবার জন্য আলাদা টাকা বরাদ্দ আছে৷ তাছাড়া তাঁর জন্য চিকিত্সকের ব্যবস্থা থাকবে৷ তিনি দেশের যেখানেই যান না কেন , তার খরচ কেন্দ্র বহন করবে৷ এমনকি তিনি সঙ্গে করে চিকিত্সককেও নিয়ে যেতে পারবেন৷ তাছাড়া নিয়মমতো তিনি পেনশন পাবেন৷ এ সবই হল তাঁর অবসরকালীন সুবিধা৷ রাজাজি মার্গের বাড়িটিও অবশ্য যথেষ্ট ভাল৷ একে দোতলা বাড়ি৷ নিচের তলায় একটি লাইব্রেরি ও স্টাডি রুম আছে৷ সঙ্গে অত্যন্ত সুসজ্জিত লন রয়েছে৷ দিল্লিতে মন্ত্রীরা যে বাড়িতে থাকেন তার সবকটিতেই এরকম লন আছে এবং তা যথেষ্ট বড় ও সুসজ্জিত৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল